This Article is From Feb 20, 2020

উপহার অগ্নিকাণ্ডের মামলা "রি-ওপেন" করা হবে না, জানাল সুপ্রিম কোর্ট

Uphaar fire: ১৯৯৭ সালে উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন প্রাণ হারান

উপহার অগ্নিকাণ্ডের মামলা

Uphaar fire case: ১৯৯৭ সালে উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন প্রাণ হারান (ফাইল চিত্র)

হাইলাইটস

  • উপহার অগ্নিকাণ্ডের মামলাটি রি-ওপেন করা হবে না
  • ১৯৯৭ সালে দক্ষিণ দিল্লির অভিজাত সিনেমা হলে আগুন লাগায় মৃত্যু হয় ৫৯ জনের
  • হল মালিকদের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট
নয়া দিল্লি:

উপহার অগ্নিকাণ্ডের (Uphaar fire) মামলা "রি-ওপেন" করা হবে না, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই মামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের কিউরেটিভ পিটিশন খারিজ করে দিল শীর্ষ আদালত। ১৯৯৭ সালে উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন প্রাণ হারান। দক্ষিণ দিল্লির অভিজাত ওই সিনেমা হলে আগুন লাগার ওই মর্মান্তিক ঘটনায় সাজা (Uphaar fire case) ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। ঘটনায় অভিযুক্ত আনসাল ভাইদের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই সাজার মেয়াদ আরও বাড়ানোর জন্যেই আবেদন করে ক্ষতিগ্রস্তদের পরিবার। কিন্তু সেই আবেদন সরাসরি খারজি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই আবেদনের কোনও সারবত্তা নেই বলে জানিয়েছে প্রধান বিচারপতি এস এ ববদে এবং বিচারপতি এনভি রমনা ও অরুণ মিশ্রের সুপ্রিম কোর্টের বেঞ্চ।

বেঞ্চ তার আদেশে বলেছে, "আমরা নিরাময়ের আবেদন এবং প্রাসঙ্গিক নথিপত্র নিয়েছি। আমাদের মতে কোনও মামলা হয় না। সুতরাং, নিরাময়ের আবেদনটি খারিজ করা হয়েছে," বেঞ্চ তার আদেশে বলেছে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কারাদণ্ড প্রাপ্ত আনসাল ভাইয়েরা ২০১৫ সালের অগাস্টে মাথা পিছু ৩০ কোটি টাকা করে জরিমানা দিয়ে জেল থেকে মুক্তি পান। তাঁদের ফের জেলে ঢোকানো হোক এই আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ক্ষতিগ্রস্তদের সংগঠন।

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১৯

কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ তার আদেশে বলেছে, "আমরা কিউরেটিভ পিটিশন এবং প্রাসঙ্গিক নথিপত্র সব দেখেছি। আমাদের মতে এ বিষয়ে নতুন করে ওই মামলা শুরু করার কোনও প্রয়োজন নেই। সুতরাং, কিউরেটিভ পিটিশনের আবেদনটি খারিজ করা হয়েছে"।

জেলখানার দেওয়ালে মাথা ঠুকতে দেখা গেল নির্ভয়া কাণ্ডের দোষী বিনয় শর্মাকে

প্রায় ২২ বছর আগে ১৯৯৭ সালের ১৩ জুন ‘বর্ডার' সিনেমা দেখানোর সময় আগুন লেগেছিল উপহার হলে। হলে আগুন নেভানোর মতো যথাযথ ব্যবস্থা ছিল না। সিট বাড়ানোর কারণে বন্ধ ছিল হল থেকে বেরোনোর আরেকটি রাস্তাও। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। আহত হন বহু। ঘটনার তদন্ত করছিল সিবিআই। ঘটনায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত হন রিয়েল এস্টেট ব্যারন আনসাল ভাইয়েরা।

উপহার অগ্নিকাণ্ডে হল মালিক গোপাল আনসালকে ১ বছরের কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। আর এক অভিযুক্ত, গোপালের দাদা সুশীল আনসালকে বয়সের কারণে ছাড় দেয় আদালত। 

.