This Article is From Feb 20, 2020

"উত্তর পত্রে ১০০ টাকা রাখো": শিক্ষার্থীদের পরামর্শ উত্তরপ্রদেশ স্কুল অধ্যক্ষের

ভালো রেজাল্টের আশায় উত্তরপত্রে টাকা গুঁজে দেওয়া নতুন ঘটনা নয়। যুগ যুগ ধরে এই ঘটনা ঘটেছে, ঘটছে দেশের বিভিন্ন রাজ্যে। 

মউ জেলা স্কুলের ম্যানেজার-অধ্যক্ষ প্রবীণ মল

লখনউ:

মঙ্গলবার শুরু হয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মাধ্যমিক শিক্ষা বোর্ডের (UPSEB) পরীক্ষা। বুধবার, সেই পরীক্ষায় শিক্ষার্থীদের টিপস বা ঘুষ দেওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়ল। খবর, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্কুল অধ্যক্ষকে। লখনউ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে মউ জেলার একটি বেসরকারি স্কুলের ম্যানেজার ও অধ্যক্ষ প্রবীণ মল (Praveen Mall) সম্প্রতি এক ছাত্রদের কাছে তাঁর বক্তব্য রাখছিলেন। তখনই তিনি নাকি উত্তরপত্রের সঙ্গে টাকা গুঁজে দেওয়ার পরামর্শ দেন সবাইকে। তাঁর সেই বক্তব্য গোপনে মোবাইল ক্যামেরার বন্দি করে এক ছাত্র। যদিও ভালো রেজাল্টের আশায় উত্তরপত্রে টাকা গুঁজে দেওয়া নতুন ঘটনা নয়। যুগ যুগ ধরে এই ঘটনা ঘটেছে, ঘটছে দেশের বিভিন্ন রাজ্যে। 

অযোধ্যায় রাম মন্দিরের ট্রাস্টের গুরুত্বপূর্ণ ভূমিকায় মোদি ঘনিষ্ঠ!

ভিডিওতে অভিযুক্তকে কিছু পরীক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় কীভাবে প্রতারণা করা যায় এবং রাজ্য সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছিল তাকে কীভাবে ফাঁকি দেওয়া যায় সে সম্পর্কে বক্তব্য রাখতে দেখা গেছে। ক্লিপিংস সহ অধ্যক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ওই ছাত্র অভিযোগ জানাতেই গ্রেফতার করা হয়ে অভিযুক্তকে। ভিডিওতে অধ্যক্ষের গর্বিত আস্ফালন, "আমি চ্যালেঞ্জ জানাতে পারি যে আমার কোনও শিক্ষার্থীই কখনও ব্যর্থ হয় না ... তাদের ভয় পাওয়ার কিছুই নেই।" শিক্ষার্থীদের তার আরও পরামর্শ, "তোমরা নিজেদের মধ্যে কথা বলতেই পার হলে বসে। শুধু কারও হাত স্পর্শ করবে না। ভয় পাবে না। সরকারি স্কুল পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা আমার বন্ধু। এমনকি যদি ধরাও পড় এবং কেউ একটি বা দু'টি চড় মারেন, ভয় পাবে না। চুপচাপ সহ্য করবে।" অধ্যক্ষের এই কথা অনেকেই সমর্থনও করে!

খনির বিস্ফোরণে বাড়িতে ফাটল! পুনর্বাসন চেয়ে আমরণ অনশনে শতাধিক মানুষ

প্রবীণের কথায়, "কোনও উত্তর ছেড়ে আসবে না। উত্তরপত্রে কেবল ১০০ টাকার নোট গুঁজে দেবে। শিক্ষকরা চোখ বুঁজে আপনাকে নম্বর দেবেন। যদি কোনও প্রশ্নের ভুল উত্তরও দাও, তাহলেও টাকার জোরে তোমাদের মাত্র এক নম্বর কাটা যাবে। " ভাষণ শেষে প্রবীণ " জয় হিন্দ, জয় ভারত" স্লোগানও দেয়!  প্রসঙ্গত, মঙ্গলবার শুরু হওয়া বোর্ড পরীক্ষায় দশম ও দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার হলে সমস্ত অপরাধমূলক কাজ আটকাতে এবছর আরও কড়া হয়েছে উত্তরপ্রদেশ সরকার। তার পরেও সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে প্রমাণিত হল আরও একবার।

.