This Article is From Apr 21, 2019

UP Board Result 2019: উত্তরপ্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ কবে? জেনে নিন বিশদে

UP Board Result 2019 উত্তরপ্রদেশের বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল বোর্ডের অফশিয়াল ওয়েবসাইট upmsp.edu.in-এ প্রকাশ করা হবে।

UP Board Result 2019: উত্তরপ্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ কবে? জেনে নিন বিশদে

UP Board Result 2019 Class 10: শীঘ্রই প্রকাশিত হবে উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফল

নিউ দিল্লি:

উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষার (UP Board Result) ফলাফল আর দিন কয়েকের মধ্যেই প্রকাশিত হবে। উত্তরপ্রদেশে বোর্ডের দশম (UP Board Result 2019 Class 10) এবং দ্বাদশ শ্রেণির (UP Board Result 2019 Class 12) পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহেই প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে। যদিও বোর্ড এখনও ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেনি কিছু। সূত্রের খবর, আজকে উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করতে পারে। ফলাফল সম্পর্কে জানতে এনডিটিভি খবরে চোখ রাখুন নিয়মিত। উত্তরপ্রদেশের বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল বোর্ডের অফশিয়াল ওয়েবসাইট upmsp.edu.in-এ প্রকাশ করা হবে। এছাড়াও ফলাফল জানা যাবে upsresults.nic.in, upmspresults.up.nic.in এবং results.gov.in-এ। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও পড়ুয়ারা নিজেদের ফলাফল এসএমএস করেও জানতে পারেন। উত্তরপ্রদেশ বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। 

স্কুলে স্কুলে নাচ-গান-নাটক-ছবি দিয়েই এবার পঠনপাঠন চালাবে সিবিএসই বোর্ড

উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফল (UP Board Result 2019) মোবাইলে কীভাবে জানতে পারবেন দেখুন;

- আপনার ফলাফল জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

উত্তরপ্রদেশ বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির ফলাফল

- দশম শ্রেণির ফলাফল জানতে High School Result এবং দ্বাদশ শ্রেণির ফলাফল জানতে InterMediate Result লিঙ্কে ক্লিক করুন।

- নিজের রোল নম্বর পূরণ করুন জমা দিন।

- এবার মোবাইলেই আপনি নিজের ফলাফল দেখতে পারবেন।

ইউপি বোর্ডের ফলাফল এসএমএস করেও জানতে পারবেন 

বন্ধ হয়ে গেল বাংলার লোকগীতির এক অমোঘ দরজা, চলে গেলেন অমর পাল

দশম শ্রেণির ফলাফল জানবেন কীভাবে?

UP10 রোল নম্বর লিখুন এবং এটি 56263 নম্বরে পাঠান।

দ্বাদশ শ্রেণির ফলাফল জানবেন কীভাবে?

UP12 রোল নম্বর লিখুন এবং 56263 নম্বরে পাঠান।

.