This Article is From May 22, 2020

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হর্ষ বর্ধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ জন এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সামনে থাকা স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হর্ষ বর্ধন

মঙ্গলবার ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলিতে ভারতকে মনোনীত করার প্রস্তাবে সম্মতি দেয় ১৯৪টি দেশ।

নয়াদিল্লি:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO Executive Board) ৩৪ জন সদস্যের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) । করোনার বিরুদ্ধে ভারতে একবারে সামনের সারিতে থেকে লড়াইয়ের ময়দানে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তাঁর আগে এই পদের দায়িত্বে ছিলেন জাপানের ডাঃ হিরোকি নাকাতানি। বিশ্ব সংস্থা সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের পদের দায়িত্ব নেওয়ার পর, এএনআই জানিয়েছে, তিনি বলেছেন, “আমি সচেতন যে, যে সময়ে আমি এই দায়িত্ব নিচ্ছি, সেই সময় আন্তর্জাতিক ক্ষেত্রে অতিমারীর জন্য সঙ্কট চলছে। একটা সময়, যখন আমরা সবাই বুঝতে পারছি যে, আগামী ২ দশকে স্বাস্থ্য ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জে মিলিতভাবে মোকাবিলা করা দরকার”।

গত বছর, মে মাসে শুরু হতে চলা এক্সিকিউটিভ বোর্ডে ভারতীয় সদস্যকে মনোনীত করার ব্যাপারে ঐক্যমতে সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-এশিয়া গ্রুপ।

মঙ্গলবার ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলিতে ভারতকে মনোনীত করার প্রস্তাবে সম্মতি দেয় ১৯৪টি দেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্জিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন হর্ষ বর্ধন: খবর

আঞ্চলিক গোষ্ঠীগুলির মধ্যে চক্রাকারে চেয়ারম্যান পদে নিযুক্তি হয় এবং গত বছর সিদ্ধান্ত হয় যে, শুক্রবার শুরু হতে চলা বছরে চেয়ারম্যান হবেন ভারতের সদস্য।

এটা পূর্ণ সময়ের পদ নয়, এবং মন্ত্রী কেবলমাত্র এক্জিকিউটিভ বোর্ডের বৈঠক ডাকবেন।  

সদস্য হিসে্বে নিয়েোগ করে বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি। তিন বছরের মেয়াদে তাঁদের নিয়েোগ করা হয়।

বছরে অন্তত দুবার বৈঠক হয়, মূল বৈঠকটি মূলত জানয়ারিতে হয়, মে মাসে আরেকটি ছোটো বৈঠক হয় ঠিক হেল্থ অ্যাসেম্বলির পরেই।

এক্জিকিউটিভ বোর্ডের মূল কাজ হল হেল্থ অ্যাসেম্বলির নীতি এবং সিদ্ধান্ত  কার্যকর করা, কাজের ক্ষেত্রে তা প্রয়োগ করতে বলে।

সোমবার ভিডিও কনফারেন্স বৈঠকে ৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সভায় হর্ষ বর্ধন বলেন, করোনা ভাইরাস অতিমারীর বিরুদ্ধে সবরকম পদক্ষেপ করবে ভারত সরকার।

(PTI, ANI এর তথ্য সংযোজিত হয়েছে)

.