This Article is From Jun 30, 2019

UGC NET 2019: কবে প্রকাশ হবে জুন মাসের পরীক্ষার অ্যান্সার কী? জেনে নিন

UGC NET 2019; প্রথমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নেট আয়োজন করত। কিন্তু ২০১৮ সালে এনটিএকে এই দায়িত্ব দেওয়া হয়।

UGC NET 2019: কবে প্রকাশ হবে জুন মাসের পরীক্ষার অ্যান্সার কী? জেনে নিন

UGC NET Result: ইউজিসি নেটের ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হবে

নিউ দিল্লি:

UGC NET 2019: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শীঘ্রই নেট পরীক্ষার অ্যান্সার কী বা উত্তরপত্র (UGC NET Answer Key) প্রকাশ করবে। এনটিএ প্রশ্নপত্র এবং রেসপন্স শিট (UGC NET Question Paper, Response Sheet) প্রকাশ করেছে। প্রার্থীরা নিজের রেসপন্স শিট অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in-এ গিয়ে দেখতে পারেন। ইউজিসি নেট পরীক্ষা ২০ থেকে ২৬ জুন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল। নেটের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ৬,৮১,৭১৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এনটিএ ইউজিসি নেটের ফলাফল (UGC NET Result 2019) ১৫ জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হবে। প্রার্থীরা নিজের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটেই দেখতে পাবেন। উল্লেখ্য, প্রথমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নেট আয়োজন করত। কিন্তু ২০১৮ সালে এনটিএকে এই দায়িত্ব দেওয়া হয় এবং এখন নেট পরীক্ষা আয়োজক সংস্থা এনটিএ-ই আয়োজিত করে।

মুসলিম হয়ে কেন সিঁদুর, চূড়া পরেছেন নুসরত! কট্টরপন্থীদের কী জবাব দিলেন অভিনেত্রী

NTA UGC-NET Question Paper ও Response Sheet ডাউনলোড করুন

World Social Media Day: গুজব রটাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রার্থীরা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্নপত্র এবং রেসপন্স শিট ডাউনলোড করতে পারেন।
UGC NET Question Paper and Responses

প্রার্থীরা কীভাবে প্রশ্নপত্র এবং উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন, দেখে নিন।

ধাপ 1: প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট du.ac.in-এ যান।

ধাপ 2: ওয়েবসাইটে প্রদত্ত Display of Question Paper and Responses লিঙ্ক ক্লিক করুন।

ধাপ 3: এবারে আবেদন সংখ্যা এবং জন্ম তারিখ পূরণ করে সাবমিট করুন।

ধাপ 4: আপনার প্রশ্নপত্র এবং উত্তরপত্র চলে আসবে।

ধাপ 5: এবারে তা ডাউনলোড করুন।

.