This Article is From Jan 09, 2020

বুধবার রাতে বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা ইরানের 

বাগদাদের ওই গ্রিন জোন হল এমন এক এলাকা যেখানে আমেরিকা সহ বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। এটি একটি উচ্চ সুরক্ষা অঞ্চল।

বুধবার রাতে বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা ইরানের 

উত্তেজনা বাড়ছে আমেরিকা ও ইরানের মধ্যে। (প্রতীকী)

হাইলাইটস

  • বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালাল ইরান
  • বুধবার রাতে সেখানে দু’টি রকেট নিক্ষেপ করল তারা
  • আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে
বাগদাদ:

আমেরিকা (America) ও ইরানের মধ্যে (Iran) মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। গত শুক্রবার বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন ড্রোন হাম‌লায় নিহত হন জেনারেল কাসেম সোলেমানি ও আরও কয়েকজন নিহত হন। প্রতিশোধের হুমকি দিয়েছিল ইরান। তারপরই মঙ্গলবার রাতে ইরাকের দু'টি মার্কিন বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। এরপর বুধবার রাতে আবারও হামলা চালাল তারা। বাগদাদের গ্নিন জোনে দু'টি রকেট নিক্ষেপ করে ইরান। হামলায় কোনও হতাহতের খবর নেই। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস এই ঘটনাটি নিশ্চিত করেছে। তিনি এক টুইটে জানান, ‘‘৮ জানুয়ারি রাত ১১.৪৫ মিনিটে বাগদাদের ‘ইন্টারন্যাশনাল জোনে' ছোট রকেট নিক্ষিপ্ত হয়। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।''

ইরান “থমকে রয়েছে”, শান্তি ফেরাতে প্রস্তুত আমেরিকা, বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরাকের যুগ্ম সেনার কম্যান্ডার জানিয়েছেন, বাগদাদের গ্রিন জোনে দু'টি কাতিউশার রকেট নিক্ষেপ করা হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কোথা থেকে এই রকেট নিক্ষেপ করেছে তা এখনও পরিষ্কার নয়।

বাগদাদের ওই গ্রিন জোন হল এমন এক এলাকা যেখানে আমেরিকা সহ বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। এটি একটি উচ্চ সুরক্ষা অঞ্চল।

Watch: ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইরাকের বিমানঘাঁটিতে, ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, গত শুক্রবারের মার্কিন ড্রোন হামলায় ইরাকের কম্যান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন। এই হামলার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, ওই হামলায় অন্তত ৮০ জন নিহত হন।

ইরান জানিয়েছে, তাদের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। তবে যদি আমেরিকা আবারও আক্রমণ করে, তাহলে তারা অবশ্যই আত্মরক্ষার্থে তার জবাব দেবে। বুধবার রাতে তাঁর ভাষণে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কঠোর সুরে ইরানকে সতর্ক করে জানান, এবার ইরানের উপরে জারি নিষেধাজ্ঞাগুলি আরও জোরালো হবে। পাশাপাশি তিনি জানিয়ে দেন, আমেরিকা ইরানকে কোনও মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

.