This Article is From Nov 07, 2019

কালনায় উল্টে গেল বাস, দুর্ঘটনায় হত ২, আহত ৪৫

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহতদের দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কালনায় উল্টে গেল বাস, দুর্ঘটনায় হত ২, আহত ৪৫

জনতা পথ অবরোধ করলে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (প্রতীকী)

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনায় (Kalna) একটি মর্মান্তিক দুর্ঘটনায় (Bus Accident) বাস উল্টে গিয়ে (Bus Turned Turtle) দু'জনের মৃত্যু হল। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুতর। নিহত দুই ব্যক্তি মোটর বাইকে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুলিশি প্রহরা এড়াতেই তাঁরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই মোটর বাইকের পিছনে ছিল বাসটি। জানা গিয়েছে, আচমকাই বাইকটি তার দিক বদলালে বাস চালক চেষ্টা করেন বাইক আরোহীদের বাঁচাতে। আর তারপরেই ঘটে দুর্ঘটনা। ঘটনায় ৪৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহতদের দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরে স্টেট হাইওয়ে ৬ অবরোধ করে জনতা। পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.