This Article is From Feb 05, 2019

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ, রাগের মাথায় সহকর্মীদের গুলি করলেন বিএসএফ কর্মী

বিমল কুমারকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দয়ের করা হয়েছে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ, রাগের মাথায় সহকর্মীদের গুলি করলেন বিএসএফ কর্মী

অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বারমেড়:

এক অত্যন্ত অপ্রীতিকর এবং অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল রাজস্থানের বারমেড়ে। রাগের মাথায় সহকর্মীদের দিকে গুলি ছুড়ে দিলেন বিএসএফের এক কনস্টেবল।  রাজস্থানের বারমেড় জেলার এক আউটপোস্টে ঘটে এই ঘটনাটি। নিজের সার্ভিস রিভলভার থেকেই ওই কনস্টেবল গুলি করেন বলে জানা যায়। সোমবার রাতের ওই ঘটনার পর গুলিবিদ্ধ ও আহত দুই বিএসএফ কর্মীকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। তাঁরা দুজন হলেন হেড কনস্টেবল এম প্রকাশ এবং কনস্টেবল পুরুষোত্তম কুমার। পুলিশ জানায়, অভিযুক্ত কনস্টেবল বিমল কুমার তাঁর এক ঊর্ধ্বতন অফিসারের ব্যবহারে তিতিবিরক্ত হয়ে বিএসএফের দিপলা আউটপোস্টে নিজের ইনস্যাস রাইফেল থেকে গুলি ছোড়েন দুই সহকর্মীর দিকে। এতই আচমকা ঘটে যায় ব্যাপারটি যে নিজেদের গুলি খাওয়া থেকে বাঁচানোর জন্য ন্যূনতম চেষ্টাটুকু করতে পারেননি তাঁরা।

বিমল কুমারকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  নির্দিষ্ট ধারায় মামলা দয়ের করা হয়েছে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে।

.