This Article is From Sep 20, 2018

মহরমের দিন তরোয়াল প্রদর্শন না করার অনুরোধ করলেন তৃণমূল সাংসদ

মুসলিম  সম্প্রদায়ের মানুষদের মহরমের দিন তরোয়ালের প্রদর্শন না করতে অনুরোধ করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। এ মাসের  21 তারিখ মহরম।

মহরমের দিন তরোয়াল প্রদর্শন না করার অনুরোধ করলেন তৃণমূল সাংসদ

মহরমের জন্য প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রস্তুত প্রশাসন।

হাইলাইটস

  • মহরমের দিন তরোয়ালের প্রদর্শন না করতে অনুরোধ করলেন সাংসদ
  • এ মাসের 21 তারিখ মহরম।
  • মহরমের দিন শহরে বিভিন্ন কয়েকটি রাস্তা বন্ধ থাকবে
কলকাতা:

মুসলিম সম্প্রদায়ের মানুষদের মহরমের দিন তরোয়ালের প্রদর্শন না করতে অনুরোধ করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ (TMC MP) ইদ্রিশ আলি। এআইএমএফের এই চেয়ারম্যান মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরও রামনমবীর দিন তরোয়াল প্রদর্শন করতে বারণ করেছেন। এ মাসের  21 তারিখ মহরম। এর আগে বখরি ইদের সময় এই সাংসদ কুরবানি দেওয়া পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার অনুরোধ করেন। এবার মহরমের দিন তরোয়াল প্রদর্শন না করতে অনুরোধ করলেন ইদ্রিশ। গত বছর মহরম এবং বিজইয়া দশমী একসঙ্গে পড়েছিল। কোনও রকম সমস্যা যাতে না হয় তার জন্য ওই দিন  বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। কিন্তু আদালতের নির্দেশে তা খারিজ হয়ে যায়।

 

এদিকে মহরমের জন্য প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রস্তুত প্রশাসন। শহরে বিভিন্ন রাস্তা সেদিন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।                    

    

       

.