This Article is From Oct 15, 2019

স্বপ্নদর্শী শিক্ষক, ‘মিসাইল ম্যান’ ডঃ আব্দুল কালামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য সারা ভারতের

নিজেকে সবার আগে একজন শিক্ষক হিসাবেই মানুষের কাছে পরিচয় দিতেন তিনি এবং তারপরে আসত তাঁর যাবতীয় অন্য দায়িত্ব

স্বপ্নদর্শী শিক্ষক, ‘মিসাইল ম্যান’ ডঃ আব্দুল কালামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য সারা ভারতের

প্রাক্তন ক্রিকেটার মহাম্মদ কাইফ ডঃ কালামের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন।

প্রাক্তন রাষ্ট্রপতি এবং দূরদর্শী বিজ্ঞানী ডঃ এপিজে আব্দুল কালামের (Dr APJ Abdul Kalam) ৮৮ তম জন্মবার্ষিকীতে (88th birth anniversary) এই স্বপ্নদর্শী মানুষকে স্মরণ করছে সারা ভারত। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি এবং সামরিক ক্ষেপণাস্ত্র বিষয়ের এক অবিস্মরণীয় মানুষ ছিলেন ডঃ কালাম। মহাকাশ বিজ্ঞানী ‘মিসাইল ম্যান' ডঃ আব্দুল কালাম (Missile Man Dr Kalam) ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ‘জনগণের রাষ্ট্রপতি' হিসেবেই সারা ভারতের সব শ্রেণির মানুষের কাছে পরিচিত এই মানুষটি। নিজেকে সবার আগে একজন শিক্ষক হিসাবেই মানুষের কাছে পরিচয় দিতেন তিনি এবং তারপরে আসত তাঁর যাবতীয় অন্য দায়িত্ব। 

APJ Abdul Kalam Quotes, Images:''স্বপ্ন দেখা শুরু করলে তবেই স্বপ্ন সত্যি হয়'' দেখুন আব্দুল কালামের দশটি ভাবনা

মঙ্গলবার তাঁর ৮৮ তম জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ডঃ এপিজে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই।

প্রাক্তন ক্রিকেটার মহাম্মদ কাইফ ডঃ কালামের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে একটি আহত হরিণকে বোতলে করে জল খাওয়াতে দেখা যাচ্ছে কালামকে। মহম্মদ কাইফ লিখেছেন, “ডঃ এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে একজন নিখুঁত অনুপ্রেরণা ও এক আদর্শ মানুষের প্রতি শ্রদ্ধা জানাই।”

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা শ্রদ্ধেয় এই মানুষটির জন্য একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সাউথ পয়েন্টের মুখচোরা ফুটবলপ্রেমী অভিজিৎই নোবেলজয়ী! কী বলছেন তাঁর শিক্ষকেরা?

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ টুইটারে ডঃ এপিজে কালামকে “অন্যতম সেরা ভারতীয়” বলে প্রশংসাও করেছেন।

আহমেদাবাদ পুলিশ এবং কেরালা ট্যুরিজমের সরকারি টুইটার অ্যাকাউন্টেও ডঃ কালামকে শ্রদ্ধা জানানো হয়েছে।

ডঃ আভুল পাকির জয়নাল আবেদীন আব্দুল কালাম (Dr Avul Pakir Jainulabdeen Abdul Kalam) তামিলনাড়ুর রামেশ্বরমে ১৯৩১ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯৭ সালে তিনি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন।

.