This Article is From Jan 03, 2019

সিগন্যাল বিভ্রাট: শিয়ালদহ- রানাঘাট শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

সকাল সোয়া দশটা থেকে প্রায় বেলা সাড়ে বারোটা পর্যন্ত  বিভ্রাটের রেশ  বজায়  ছিল

সিগন্যাল বিভ্রাট: শিয়ালদহ- রানাঘাট শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

হাইলাইটস

  • সিগন্যাল বিভ্রাটের জেরে শিয়ালদা- রানাঘাট শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন
  • সকাল সোয়া দশটা থেকে প্রায় বেলা সাড়ে বারোটা পর্যন্ত বিভ্রাট হয়েছে
  • কাজের দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় চরম হেনস্থার শিকার হয়েছেন যাত্রীরা
কলকাতা:

শিয়ালদহ- রানাঘাট শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন। সিগন্যাল বিভ্রাটের জন্যই এই ঘটনা  ঘটেছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। সকাল সোয়া দশটা থেকে প্রায় বেলা সাড়ে বারোটা পর্যন্ত  বিভ্রাটের রেশ  বজায়  ছিল। কাজের দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় চরম হেনস্থার শিকার হয়েছেন যাত্রীরা।

RRB Fee Refund: টাকা ফিরে পেতে আজই সংশোধন করুন ব্যাঙ্কের বিশদ তথ্য

 পূর্ব রেলের বৃহস্পতিবার দুপুরে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে   জানা হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বসে যাওয়াতেই এই ঘটনা ঘটেছে। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে  সমস্ত  ট্রেনের গতি কমিয়ে  দিয়েছিল রেল। পাশাপাশি আপ এবং ডাউন লাইনে       দু'জোড়া  করে ট্রেন বাতিলও করতে  হয়েছে।  সমস্যার কথা জানতে পেরে টিটাগড় স্টেশনে পৌঁছে যান রেলের  ইঞ্জিনিয়াররা। মেরামতির কাজ শুরু হয়। ঘণ্টা দুয়েকের মধ্যেই  নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রায় স্বাভাবিক ভাবে শুরু হয় ট্রেন  চলাচল। কিন্তু বিভ্রাটের রেশ থাকে আরও বেশ কিছুটা সময়। নিত্য যাত্রীদের একাংশ মনে করেন আর এক ঘণ্টা আগে  এই বিভ্রাট হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।         

                                         

 

.