This Article is From Dec 01, 2019

এখানে গেলেই আপ্যায়ন করে পেঙ্গুইন কলোনি

প্রকৃতির কুমারীত্ব অটুট রাখতে ভ্রমণ সংস্থার পক্ষ থেকে সবিনয় আর্জি, আবর্জনা নয়, রেখে যান স্মৃতি। মলিনতা নয়, থেকে যাক পর্যটকদের পাায়ের ছাপ।

এখানে গেলেই আপ্যায়ন করে পেঙ্গুইন কলোনি

আন্টার্টটিকায় পেঙ্গুইন কলোনি (AFP)

আন্টার্কটিকা:

"হাড় কাঁপানো ঠাণ্ডায় তিন ডিগ্রি তাপমাত্রার জলের নীচে ডুবছি। দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আর পৃথিবীর অষ্টম আশ্চর্য দ্রষ্টব্য ভেবে আমাকে ঘিরে ধরে অবাক চোখে দেখছে পেঙ্গুইনের দল", পেঙ্গুইন কলোনিতে এসে এমনই অভিজ্ঞতা এক পর্যটকের। এতদিন ছবি বা পর্দায় পেঙ্গুইনদের দেখে অভ্যস্ত চোখ সুযোগ পেলেই পৌঁছোতে চাইবে এই পেঙ্গুইন (Penguins) কলোনিতে। যেখানে বাস কমসেকম আড়াই হাজার পেঙ্গুইনের। যারা বরফ মাড়িয়ে অনায়াসে দুলে দুলে চলে। একসঙ্গে ওঠে-বসে। জন্ম দেয় আগামী প্রজন্মের। তাদের সাকিন সুদূর আন্টার্কটিকা (Antarctica)। যেখানে পা রাখলেই সাদরে আপ্যায়ন জানায় হিম, বরফে মোড়া উপত্যকা আর ঝাঁকে ঝাঁকে সাদাকালো পেঙ্গুইন। 

ট্রেক করতে যেতে চাইলে অবশ্যই সঙ্গে রাখুন এগুলি

যতক্ষণ না আপনি সশরীরে সেখানে পৌঁছোতে পারছেন ততক্ষণ ধার নিন নরওয়ের পর্যটক কার্লসেনের স্মৃতি। অ্যান্টার্কটিকার হাফ মুন দ্বীপে গিয়ে কার্লসেন দেখেছিলেন হ্রদে বরফের টুকরো ভাসছে তুলোর মতো। দল বেঁধে ঘুরছে পেঙ্গুইন। বড় বড় কালো ডানা মেলে রোদের ওম জড়িয়ে নিয়ে গায়ে। বরফের বিছানায়, রোদের মৃদু তাতে শুয়ে আড়মোড়া ভাঙছে বিশাল তিমি, সিল মাছ সিন্ধুঘোটকের দল। এখানকার সমুদ্র শান্ত, হিমশীতল। যেন মৃতের শরীর। অন্য সমুদ্রের উষ্ণ জল এই সাগরকে ছুঁয়ে যায় মাঝেমধ্যে। তখনই শীতঘুম ভেঙে জেগে ওঠে বরফ ঠাণ্ডা সমুদ্র। অন্য সাগরের লোনা জলে সেঁকে নেয় নিজেকে। যদিও বিশ্ব উষ্ণতা উষ্ণ করছে একেও।

"শুধুই স্মৃতি"

ফলে, আস্তে আস্তে ভিড় বাড়ছে জনমানবহীন আন্টার্কটিকাতেও। মানুষের সাড়া পেয়ে গা নাড়া দিয়ে জেগে উঠতে চাইছে যেন প্রকৃতি। যদিও প্রকৃতির কুমারীত্ব অটুট রাখতে ভ্রমণ সংস্থার পক্ষ থেকে সবিনয় আর্জি, আবর্জনা নয়, রেখে যান স্মৃতি। মলিনতা নয়, থেকে যাক পর্যটকদের পাায়ের ছাপ।

উদয়পুরে গেলে এই পাঁচটি কাজ করতে ভুলবেন না

কিন্তু যেখানেই মানুষ পা রাখে সেখানেই সদম্ভে চিহ্ন রেখে যায় আগমনের। ভ্রমণপিপাসুদের বয়ে আনা জাহাজ থেকে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড কলুষিত করছে এখানকার টাটকা বাতাস। যার প্রভাবে গলছে হিমানি। ধীরে ধীরে অবলুপ্তির পথে হাঁটছে পুরনো বাসিন্দা পেঙ্গুইন।

.