This Article is From Apr 16, 2020

চার্লি চ্যাপলিনের সঙ্গে ভারতের প্রথম রেলগাড়ির সম্পর্ক! কোথায় যোগসূত্র দেখুন

বিশ্বের ইতিহাসে ১৬ এপ্রিল বিশেষ দুটি কারণে বিখ্যাত। ১৮৫৩ সালে এদিন ভারতে প্রথম রেলগাড়ি চলেছিল। আর এদিন জন্মেছিলেন চার্লি চ্যাপলিন

চার্লি চ্যাপলিনের সঙ্গে ভারতের প্রথম রেলগাড়ির সম্পর্ক! কোথায় যোগসূত্র দেখুন

১৬ এপ্রিল দেশে প্রথম রেলগাড়ি চলেছিল।

হাইলাইটস

  • ১৬ এপ্রিল যে যে কারণে ইতিহাসে জায়গা পেয়েছে
  • ১) দেশে প্রথম রেলগাড়ি চলেছিল১৮৫৩ সালে। তৎকালীন বম্বে থেকে ঠানে
  • ২) কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করেছিলেন
নয়া দিল্লি:

বিশ্বের ইতিহাসে ১৬ এপ্রিল (16th April in Wold History) বিশেষ দুটি কারণে বিখ্যাত। ১৮৫৩ সালে এদিন ভারতে প্রথম রেলগাড়ি (First train in India) চলেছিল। আর এদিন জন্মেছিলেন বিশ্বখ্যাত কৌতুকশিল্পী চার্লি চ্যাপলিন (Charlie Chaplin)। এখন বুলেট ট্রেন, সুপারফাস্ট ট্রেন কিংবা ঝা চকচকে মেট্রোর যুগ। কিন্তু ভারতীয় রেলের ইতিহাসে আজকের দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 

এক ঝলকে দেখে নিন ১৬ এপ্রিল কী কী কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছে :--

১৮৫৩: তৎকালীন বম্বে-ঠানে প্রথম রেলগাড়ি চলেছিল

১৮৮৯: জন্ম নিয়েছিলেন কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন

১৯১৯: জালিওয়ানাবাগ হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধা জানাতে প্রাথনা সভা আর উপবাসের ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধি 

১৯৪৫: জার্মান শরণার্থী-সহ জাহাজ ডুবে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

১৯৬৪: ব্রিটেনের হাড়হিম করা 'দা গ্রেট ট্রেন রবারি'র অভিযোগে ১২ জন অপরাধীকে ৩০৭ সালের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল.

১৯৭৬: প্রায় ৮ বছর ধরে পদে থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী হেরল্ড উইলসন পদত্যাগ করেন। সেদিনই ১৩ বছর ধরে আঁকড়ে বসে থাকা লেবার পার্টির প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উইলসন। এই ঘটনা নিয়ে সে সময় ব্রিটেনে বেশ চর্চা হয়েছিল। 

১৯৮৮: উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত শহরে গ্যাস হামলার জেরে প্রায় হাজার জন মারা গিয়েছিলেন। শতাধিক মানুষ অসুস্থ হয়েছিলেন।

১৯৮৮: ফালিস্থিনী মুক্তি সংগঠনের নেতা আল ওয়াজিরকে তিউনিসিয়ার তিউনিস শহরে হত্যা করা হয়েছিল।

১৯৯০: পাটনায় যাত্রীবাহী গাড়ি বিস্ফোরণে ৮০ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন কমবেশি ৬৫ জন। 

২০০২: দক্ষিণ করিয়ার এক বিমান দুর্ঘটনায় ১২০ জন মারা গিয়েছিলেন। 

২০০৪: পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিণ্ডি টেস্ট জিতে আয়োজক দেশকে ২-১-এ হারিয়ে টেস্ট দিরিজ জিতেছিল ভারত।

.