This Article is From Apr 16, 2020

সলমন খানের কোভিড-১৯ বার্তা নিয়ে প্রশ্নের উত্তরে কী বললেন রাহুল গান্ধি

রাহুল গান্ধি বলেন, ‘‘যদি ভারতীয়রা নিজেদের মধ্যেই লড়তে শুরু করেন, তাহলে দুর্বলতা প্রকট হয়ে উঠবে। আমাদের সকলকেই একসঙ্গে এগিয়ে নিয়ে চলতে হবে।’’

সলমন খানের কোভিড-১৯ বার্তা নিয়ে প্রশ্নের উত্তরে কী বললেন রাহুল গান্ধি

করোনা পরীক্ষা ব্যাপক হারে করতে পারলেই এই অসুখের মোকাবিলা করা সম্ভব বলে দাবি করেন রাহুল গান্ধি।

নয়াদিল্লি:

জাতি, ধর্ম ও বয়সের বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) সকলকে এমনই আর্জি জান‌িয়েছেন। এদিন উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোরাদাবাদে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধি আরও বলেন, ‘‘যদি ভারতীয়রা নিজেদের মধ্যেই লড়তে শুরু করেন, তাহলে দুর্বলতা প্রকট হয়ে উঠবে। আমাদের সকলকেই একসঙ্গে এগিয়ে নিয়ে চলতে হবে।'' এদিন এক সাংবাদিক অভিনেতা সলমন খান (Salman Khan) উল্লিখিত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধির মতামত জানতে চান। তখন রাহুল বলেন, ‘‘পরীক্ষা করলে কারও ক্ষতি হবে না। পরীক্ষা করলে আপনি অসুখটির ব্যাপারে তথ্য পাবেন এবং পরীক্ষা বড় পরিসরে করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অসুখের সঙ্গে যদি লড়তে হয়, তাহলে আমাদের একসঙ্গে লড়তে হবে।''

প্রসঙ্গত, মঙ্গলবার মোরাদাবাদে স্বাস্থ্যকর্মীদের উপরে হামলার পরিপ্রেক্ষিতে সলমন খান বলেন, যারা নিজেদের পরিবারকে হত্যা করতে চান তাঁরা বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারেন।

"প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধ আছে কিন্তু এখন যুদ্ধের সময় না", বললেন রাহুল গান্ধি

একটি ভিডিওয় সলমন খানকে বলতে শোনা যায়, ‘‘ভারতের জনসংখ্যা কমাতে চান? নিজের পরিবারকে দিয়েই শুরু করুন না। আপনি যদি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে না বেরোতেন তাহলে পুলিশও আপনাকে লাঠির বারি মারত না।আপনাদের কী মনে হচ্ছে,  পুলিশদের এসব করতে খুব মজা লাগছে?''

বৃহস্পতিবার রাহুল গান্ধি বলেন, কেবল মাত্র প্রভূত পরিমাণে পরীক্ষা করালেই বোঝা সম্ভব ভারতে ভাইরাসটি কী অবস্থায় রয়েছে।

‘‘লকডাউন করোনা ভাইরাসকে হারাতে পারে না,'': কেন্দ্রকে বার্তা রাহুল গান্ধির

তিনি বলেন, ‘‘ইউরোপে এই অসুখ মূলত বয়স্ক মানুষদেরই আক্রমণ করছে। কিন্তু ভারতে এমন হচ্ছে না। আমি মনে করি ভারতে এই অসুখ হচ্ছে তরুণ ও মাঝবয়সিদের। তাই লকডাউন শেষ হলে কীভাবে তাঁদের সুকৌশলে আইসোলেশনে রাখা সম্ভব, তা আমাদের ভাবতে হবে।''

তিনি আরও বলেন, ‘‘ভারতের এমন কিছু বিশেষত্ব রয়েছে, যা ইউরোপ বা আমেরিকাতে নেই। ভারতে আমাদের ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন, ফুসফুসের অসুখ রয়েছে দূষণের কারণে। এই অসুখ কেবল সিনিয়রদেরই আক্রান্ত করে নায় তরুণ ও মাঝবয়সিদেরও করে।''

যাঁদের এই সব অসুখ রয়েছে, তাঁদের সুরক্ষা দেওয়া উচিত বলে জানান রাহুল।

.