This Article is From Jan 16, 2019

কেক লুঠ, চটুল নাচ সঙ্গে আর কি কি হল মায়াবতীর জন্মদিনে!

বহুজন সমাজ পার্টির সর্বময় নেত্রী তথা উত্তরপ্রদেশের  মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্মদিন ছিল মঙ্গলবার

কেক লুঠ, চটুল নাচ সঙ্গে আর কি কি হল মায়াবতীর জন্মদিনে!

দলের সমস্ত স্তরের কর্মীদের মধ্যে সেই বার্তা পৌঁছয়নি বলেই মনে করা হচ্ছে।

হাইলাইটস

  • উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্মদিন ছিল মঙ্গলবার
  • তিনি বলেন জন্মদিনের উৎসব ঘিরে কোনও বাড়াবাড়ি করা যাবে না
  • তাঁর সেই বার্তা যে দলের কর্মীদের মধ্যে পৌঁছয়নি তা একাধিক ঘটনায় স্পষ্ট

বহুজন সমাজ পার্টির সর্বময় নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্মদিন ছিল মঙ্গলবার। তিনি নিজেই বলে দিয়েছিলেন জন্মদিনের উৎসব ঘিরে কোনও বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু দলের সমস্ত স্তরের কর্মীদের মধ্যে সেই বার্তা পৌঁছয়নি বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের  আমরোহাতে একটি অনুষ্ঠানে দেখা  গেল ৬৩ কেজি ওজনের কেক আনা হয়েছে। পাশাপাশি পানশালার নর্তকীদের দেখা গেল অনুষ্ঠানে।  শুধু তাই নয় বিশৃঙ্খলার ছবিও ধরা পড়েছে। কেক ভাগ করে দেওয়া পর্যন্ত অপেক্ষাও করেনি কেউ, নিজেরাই কেড়ে নিয়েছে।

ব্রিটিশ সংসদে খারিজ ব্রেক্সিট, আস্থা ভোটের মুখে প্রধানমন্ত্রী টেরেসা মে

 দেখুন সেই ভিডিয়ো

  শুধু একটি নয় আরও কয়েকটি ঘটনার কথা জানা গিয়েছে। দামো এলাকার বিএসপি বিধায়ক পাথারিয়ান রাম রাই বং সিং এবং তাঁর অনুগামীরা নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিলাসবহুল পার্টি দেন। সেখানেও উপস্থিত ছিলেন পানশালার  নর্তকীরা। চটুল গানের সঙ্গে  নাচতেও দেখা গেল তাঁদের। এখানেও চলল কেক বিতরণ। বিধায়ক জানান, আমি এলাকার বাসিন্দাদের অনুষ্ঠানে হাজির থাকার জন্য অনুরোধ করেছিলাম। তাঁরা আমাকে  নির্বাচিত করেছেন তাই তাঁদের সুবিধা- অসুবিধা দেখা  আমার দায়িত্ব। কিন্তু মায়াবতী নিজে  অবশ্য এ ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত হতে  চাননি। তিনি বলেছেন যেহেতু লোকসভা  নির্বাচনে তাঁর দল এবং সমাজবাদী পার্টি জোট করে ভোট লড়ছে তাই জোটের জয়-ই তাঁর কাছে  সবচেয়ে বড় উপহার।                                    

     

 

.