This Article is From Jan 01, 2019

কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া নিয়ে অপপ্রচার করছে তৃণমূল দাবি দিলীপের

প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া নিয়ে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না।

কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া নিয়ে অপপ্রচার করছে তৃণমূল দাবি দিলীপের

সৎ সাহস থাকলে তৃণমূলের উচিত নিজেদের দাবির সপক্ষে নথিপত্র পেশ করাঃ দিলিপ

হাইলাইটস

  • প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া নিয়ে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল
  • মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না
  • এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
কলকাতা:

 প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া নিয়ে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তাছাড়া  কয়েকদিন আগে  তিনি দাবি করেন ফসল বীমা যোজনার টাকার ৮০ ভাগ  দেয়  রাজ্য সরকার। বাদ বাকি মাত্র ২০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু তারাই নাম কেনে। এবার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর  অভিযোগ  আনেন তিনি। পাশাপাশি নিজের অভিযোগের সপক্ষে মুখ্যমন্ত্রীকে  নথিপত্র হাজির করার কথাও বলেন দিলীপ। তাঁর কথায়,  ‘মুখ্যমন্ত্রী এবং তৃণমূল বিজেপির নামে অপপ্রচার করছে। কেন্দ্রীয় সরকার নিয়মিত টাকা দিচ্ছে। সৎ সাহস থাকলে তৃণমূলের উচিত নিজেদের দাবির সপক্ষে নথিপত্র পেশ করা।'

নতুন বছরে কৃষক ও তাদের পরিবারকে বড় উপহার মুখ্যমন্ত্রীর

এর আগে ফসল বীমা দেওয়া  নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি রাজ্যের কৃষকদের ফসল বীমার ৮০ শতাংশ টাকাই দেয়  তাঁর সরকার। তাঁর আরও অভিযোগ  মোদী সরকার কৃষকদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে উদাসিন।  কেন্দ্রীয় সরকার বলছে  ফসল বীমার  পুরো টাকাটাই ওরা  দিচ্ছে। এটা  সম্পূর্ণ বাজে কথা। ওরা মাত্র ২০ শতাংশ টাকা দেয় বাকিটার দায়িত্ব নেয়  রাজ্য সরকার।'



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.