This Article is From Jan 09, 2019

সৌমিত্র খাঁয়ের পর অনুপম হাজরাকেও দল থেকে বহিস্কার করল তৃণমূল

বিষ্ণুপুরের পর বোলপুর। সৌমিত্র খাঁয়ের পর অনুপম হাজরাকেও দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

সৌমিত্র খাঁয়ের পর অনুপম হাজরাকেও দল থেকে বহিস্কার করল তৃণমূল

এই মর্মে নির্দেশ দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।                                                        

হাইলাইটস

  • সৌমিত্র খাঁয়ের পর অনুপম হজরাকেও দল থেকে বহিস্কার করে দিল তৃণমূল
  • একই দিনে লোকসভার দুই সাংসদকে বহিস্কারের সিদ্ধান্ত নিল বাংলার শাসক দল
  • দুপুরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র
কলকাতা:

বিষ্ণুপুরের পর বোলপুর। সৌমিত্র খাঁয়ের পর অনুপম হাজরাকেও দল থেকে বহিষ্কার করল তৃণমূল। একই দিনে লোকসভার দুই সাংসদকে বহিষ্কার করল বাংলার শাসক দল। দুপুরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র।

 এ  খবর প্রকাশ্যে আসতেই শোনা যায় তাঁকে দল থেকে বহিস্কার করা  হয়েছে। কিছুক্ষণ পরেই জানা যায় বোলপুরের তৃণমূল সাংসদকেও দল থেকে বহিষ্কার করা  হয়েছে। এই মর্মে নির্দেশ দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।     

দুজনের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ ছিল বলে তাঁর দাবি। সাংবাদিকদের তিনি জানান গত এক বছর ধরে সৌমিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছিল। তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। একই ভাবে অনুপম হাজরার বিরুদ্ধেও অভিযোগ আছে। 

সংবাদমাধ্যমে অনুপমেরপাল্টা দাবি "আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা পার্থবাবুর থেকে জানতে  চাই। আমার বিরুদ্ধে  একটাই অভিযোগ ছিল যে, আমি  ফেসবুক করি। গত এক বছর সেটাও করিনা। তাই জানতে চাই ঠিক কী অভিযোগের জন্য আমায় বহিস্কার করা হল"?                                            

.