Watch Video: দেখুন হাতের কেরামতি, একবার দেখলে বারংবার দেখতে হবে!

TikTok Video: এই ভিডিও এখনো পর্যন্ত ৮.৪ মিলিয়ন লোক দেখেছে।৪ লক্ষেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি

Watch Video: দেখুন হাতের কেরামতি, একবার দেখলে বারংবার দেখতে হবে!

TikTok Video: দেখুন হাতের জাদু

নয়াদিল্লি:

সম্প্রতি টুইটারে একটি অপটিক্যাল ইলিউশন ভিডিও খুবই ভাইরাল হতে দেখা যাচ্ছে। এই ভিডিও একবার দেখার পর আপনাকে অবশ্যই দ্বিতীয়বার দেখতেই হবে। আসলে এটি একটি Tiktok ভিডিও। যা টোরি প্যারোনো নামের এক মহিলা শেয়ার করেছেন। পরে তিনি এই ভিডিওটি তার টুইটারেও শেয়ার করেন।  

Malaika viral : ফিট অ্যান্ড হিট মালাইকা শেখালেন ভুজঙ্গাসন ! দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে টোরি নিজের আঙুলগুলি খুব দ্রুত আরেকটি হাতের তালুর মধ্যে রাখছে, যাতে করে মনে হচ্ছে যে তারা আঙুলগুলি আর একটা হাতের তালু ভেদ করে অপরদিকে চলে যাচ্ছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে যে গানটি চলছে তা এই ভিডিও-র সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে ভিডিওটি এতটাই আকর্ষণীয় যে একবার দেখার পর আপনার পুনরায় ভিডিওটা দেখতে ইচ্ছা করবে।

Video: স্বামী খরচের হিসাব চাইতেই, স্ত্রী লিখল BJKK...জবাব জানলে অবাক হবেন আপনিও

টোরি নিজের টুইটারে বৃহস্পতিবার এই ভিডিওটি শেয়ার করেন। দেখুন সেই অপটিক্যাল ইলিউশন ভিডিও:

এই ভিডিও এখনো পর্যন্ত ৮.৪ মিলিয়ন লোক দেখেছে।৪ লক্ষেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি।


কিছু লোক এই ভিডিও টি দেখে নিজেরাও করার চেষ্টা করেছেন এবং সেই ফটো শেয়ার করেছেন তারা। 

বহু লোক বহু তামত ব্যক্ত করেছে এবং শেয়ারও হয়েছে প্রচুর।অনেকে আবার এখনো পর্যন্ত এই ভিডিওটি বুঝতেই পারেননি।

এই ধরনের ভিডিও এই প্রথমবার হয়েছে, এমন নয়।এর আগেও হয়েছে, এবং তা যথেষ্ট ভাইরাল হয়।  

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com