TikTok Top 10: জানলায় ঝুলে কাকুর কীর্তি দেখলে হাসি থামবে না, দেখুন ভাইরাল ভিডিও

TikTok Viral Videos: আজকাল লোকেরা বলিউডের গান থেকে পাঞ্জাবি গান সবেতেই টিকটক (Tik Tok) ভিডিও বানাচ্ছে, আর মনখুলে শেয়ার করে চলেছে। টিকটক (TikTok Songs) -এ ভিডিও বানিয়ে লোকেরা রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছে।

TikTok Top 10: জানলায় ঝুলে কাকুর কীর্তি দেখলে হাসি থামবে না, দেখুন ভাইরাল ভিডিও

কাকু কেন জালনায় ঝুলছেন? জানতে দেখুন ভাইরাল ভিডিওটি

TikTok Top 10: আজকাল লোকেরা বলিউডের গান থেকে পাঞ্জাবি গান সবেতেই টিকটক (Tik Tok)  ভিডিও বানাচ্ছে, আর মনখুলে শেয়ার করে চলেছে। টিকটক (TikTok Songs) -এ ভিডিও বানিয়ে লোকেরা রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছে। এখন টিকটকে প্রায় সারা পৃথিবীর লোক ভিডিও দেখে। আবাল বৃদ্ধ বনিতা আজকাল টকটকে ভিডিও বানাচ্ছে, তা শেয়ার করছে ও আনন্দ সহকারে দেখছে। এখানে কেউ নিজের নাচের দক্ষতা দেখায় তো কেউ দেখায় অভিনয় ক্ষমতা। যে ভিডিও গুলি খুব বেশি করে পছন্দ করা হয়, তা ট্রেন্ড করতে শুরু করে।  দেখে নিন আজকের বিশেষ টিকটক টপ ১০ ভিডিও। 

TikTok Top 10 Viral Video:

1. জানলায় ঝুলে কাকুর নাচ দেখুন: টিকটকে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে এক ব্যাক্তি জানলায় ঝুলে নাচার চেষ্টা করছেন। কাকুর এই নাচ দেখে হাসি থামবে না। দেখুন সেই ভিডিও।

2. দেশী মাইকেল জ্যাকশন: প্রবীন ব্যাক্তির নাচ টিকটকে ভাইরাল হয়েছে। সেখানে মাইকেল জ্যাকশনের মতো নাচতে দেখা যাচ্ছে এই ব্যাক্তিকে। দেখুন সেই ভিডিও।

3. শাহরুখ খানের স্টাইল: হুবহু, শাহরুখ খানের স্টাইলে পারফর্ম করলেন এই ব্যাক্তি। শাহরুখের ভক্ত হলে অবশ্যই এই ভিডিও দেখুন। আপনিও ফ্যান হয়ে যাবেন।

4. বন্ধুদের বোকা বানানো: টিকটকে ভিডিও বানানোর সময় বন্ধুদের বোকা বানাচ্ছেন এই ব্যাক্তি। সেই ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে। 35,000 এর বেশি লাইক পেয়েছে এই ভিডিও।

5. তত্ত্বের ভিডিও: বিয়ের তত্ত্বের এই ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। দুর্দান্ত সাজে পোয়ঁছেছে এই উপহার। ইতিমধ্যেই 17,000 এর বেশি লাইক পেয়েছে এই ভাইরাল ভিডিও।

6. 'দিল মেরা ব্লাস্ট': দর্শনা রাওয়াতের গান 'দিল মেরা ব্লাস্ট' বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিডিওতে, মেয়েটি এই গানে দুর্দান্ত নাচ করেছে। দেখুন সেই ভিডিও।

7. বিদ্যুৎ জামওয়ালের ওয়ার্কআউট: বিদ্যুৎ জামওয়ালের ব্যক্তিত্ব বেশ পছন্দ হয়েছে। তাঁর শরীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আলোচনায় হয়। এই ভিডিওতে, বিদ্যুতকে অনুশীলন করতে দেখা যায়।

8.আপনি কি কাশ্মীরি রোটি খেয়েছেন: এই ভিডিওটি দেখলে আপনার মুখে জল চলে আসবে। এই ভিডিওতে কাশ্মীরি রুটি তৈরি হচ্ছে। কখনও দিল্লি গেলে খেয়ে দেখতে পারেন এই খাবার।

9. ছেলেটি স্টান্ট করেছে আর মেয়েরা চিৎকার করছে: এই ভিডিওতে ব্যক্তিটি স্টান্ট করতে দেখা গেছে। স্কুলের মেয়েরা পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েরা স্টান্ট দেখে চিৎকার করে উঠেছে।

10. টিকটক তারকা হিনা পঞ্চাল ব্রেকআপ গানে পারফর্ম করলেন: টিকটক তারকা হিনা পঞ্চাল বেশ জনপ্রিয় নাম। ব্রেকআপ গানে পারফর্ম করলেন। দেখুন সেই ভিডিও।

Click for more trending news


More News