TikTok Top 10: নুসরতের নজরে দিওয়ানা হবেন আপনিও

TikTok Top 10: এখানে দেখা মেলে দেশ-বিদেশের তারকাদের। সঙ্গে থাকে সাধারণ মানুষের করার নানা ভিডিও-ও। এক নজরে Tik Tok -এর পোস্ট হওয়া সেরা দশটি ভিডিও দেখে নিন...

TikTok Top 10: নুসরতের নজরে দিওয়ানা হবেন আপনিও

TikTok Top 10:Tik Tok -এর পোস্ট হওয়া সেরা দশটি ভিডিও

TikTok Top 10 - ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Tik Tok। দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে Tik Tok -এর। বহু ভিডিও এখানে ভাইরাল হয়। ভিডিওগুলি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে শেয়ার করেন অনেকেই। এখানে দেখা মেলে দেশ-বিদেশের তারকাদের। সঙ্গে থাকে সাধারণ মানুষের করার নানা ভিডিও-ও। এক নজরে TikTok -এর পোস্ট হওয়া সেরা দশটি ভিডিও দেখে নিন...

1. নুসরতের নজরে দিওয়ানা: TikTok এ বেশ সক্রিয় টলিউডের ডিভা নুসরত জাহান। নিয়মিত এই সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি  বাদশাহের গানে নতুন ভিডিওতে ভক্তদের মন জয় করে নিলেন এই সাংসদ অভিনেত্রী।

2. মজাদার সেলিব্রেশন: ক্রিকেটে যে কন ব্যাটসম্যানকে আউট করলে বোলারকে সেলিব্রেট করতে দেখা যায়। কিন্তু হাসিম আমলাকে আউট করে জিম্বাবুয়ের এই বোলার যা করলেন তা দেখে অনেকেই অবাক হয়েছেন।

3. বন্ধুর সাথে ওয়ার্কআউট: বাইশ গজে সব সময় চালিয়ে খেলতেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সোশ্যাল মিডিয়াতেও একই ভঙ্গি নিয়েছেন এই দিল্লিবাসী। সম্প্রতি TikTok এ যোগ দিয়েছেন তিনি। সেখানেই বন্ধুর সাথে ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ করলেন বীরু।

4. লোকাল ট্রেনের রোজনামচা: যারা নিয়মিত ট্রেনে চড়েন তারা সকলেই জানেন ভিড়ের সময় অবস্থা কতটা খারাপ হতে পারে। এবার সেই রকম একটি ভিডিও দেখা গেল টিকটকে। ভিডিওতে লোকাল ট্রেনে ভিড়ের তোড়ে ভেসে গেলেন এক যুবক।

5. যাহ্‌ ! গেল কোথায়? টিকটকে নিয়মিত মজার ভিডিও পোস্ট হয়। সেই রকম একটি ভিডিওতে এই কুকুরকে দেখা গেল। ইতিমধ্যেই আড়াই লক্ষের বেশি লাইক পেয়েছে এই ভিডিও।

6. মজাদার ডুয়েট: অনেকেই ডুয়েট ভিডিও পোস্ট করে টিকটকে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন। সম্প্রতি এমনই এক ডুয়েট ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ লাইক পেয়েছে এই ভিডিও। 

7. রান্নাঘরে মুশকিল আসান: রান্নাঘরে নিয়মিত কাজ করলে এই ভিডিও অবশ্যই দেখুন। শাক পাতা রান্না করার সময় এই পদ্ধতি ব্যবহার করে অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবেন। টিকটকে ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যেই 83 হাজার লাইক পেয়েছে।

8. জাগলারের কীর্তি: টিকটকে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট হয়।এর মধ্যে কিছু ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি জাগলিং এর এই ভিডিও ১১ লক্ষের বেশি লাইক পেয়েছে।

9. শুটিং এর কারসাজি: বিভিন্ন সিনেমা, ধারাবাহিক বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে সব ভিডিও দেখি তার পিছনের কাহিনী জানলে অনেকেই অবাক হবেন। সম্প্রতি এমনই এক শুটিং এর ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে।

10. গোপন তালা: চাবি হাতেও বুঝতে পারছেন না কীভাবে এই তালা খুলবেন? তালাতে চাবি ঢোকানোর জায়গা খুঁজে পাচ্ছেন না? সব রহস্য সমাধান করতে দেখুন এই ভিডিও। নিজের বাড়িতেও এই তালা ব্যবহার করবেন না কি?

Click for more trending news


More News