This Article is From Oct 19, 2019

TikTok অ্যাপকে আরও সৃজনশীল ও আনন্দদায়ক করতে নতুন ভারতীয় প্রধানের দায়িত্বে নিখিল গান্ধি

নিখিল মূলত সৃজনশীলতায় অনুপ্রেরণা জোগানোর দিকে এবং টিকটকের ব্যবহারকারীদের আরও আনন্দ দেওয়ার বিষয়েই মনোনিবেশ করবেন।

TikTok অ্যাপকে আরও সৃজনশীল ও আনন্দদায়ক করতে নতুন ভারতীয় প্রধানের দায়িত্বে নিখিল গান্ধি

নিখিল গান্ধি ভারতে টিকটকের নানা পরিষেবা ও পরিচালনার উন্নয়নের নেতৃত্ব দেবেন

মুম্বাই:

TikTok এখন সারা ভারতের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়া এই অ্যাপটিকে আরও সৃজনশীল করতে শুক্রবার টাইমস নেটওয়ার্কের কার্যনির্বাহী ভারতীয় প্রধান নিখিল গান্ধিকে (Nikhil Gandhi) নিয়োগ করল টিকটকের মূল সংস্থা। চূড়ান্ত প্রতিযোগিতামূলক বাজারে চিনের এই সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মটিকে পরবর্তী ধাপে আরও এগিয়ে নেওয়ার জন্য মূলত সৃজনশীল নেতৃত্ব দেবেন নিখিল (Nikhil Gandhi)। মুম্বইয়ের বাইরে থেকেই নিখিল গান্ধি ভারতে TikTok-এর নানা পরিষেবা ও পরিচালনার উন্নয়নের নেতৃত্ব দেবেন। নিজের নিয়োগের বিষয়ে নিখিল গান্ধি বলেন, “আমি এমন একটা সময়ে ভারতে টিকটকের কাজে অংশ নিতে পেরে আনন্দিত, যখন টিকটক সারা দেশে তার সামগ্রিক উপস্থিতি আরও জোরদার করছে এবং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যা সৃজনশীল প্রকাশকে সক্ষম করে তুলবে।”

Viral Video: অচেনা এই মেষপালকের ভিডিও মাতাচ্ছে ইন্টারনেট, জেনে নিন কেন?

নিখিল আরও যোগ করেন, “আমি প্রতিদিন ভারতে ক্রমবর্ধমান ডিজিটাল কমিউনিটির জন্য মূল্য সংযোজনকারী একটি প্ল্যাটফর্ম তৈরির জন্য কাজ করার অপেক্ষায় রয়েছি।” ২০১৭ সালের শেষের দিকে টিকটক ভারতে পণ্যটির বিনিয়োগে আরও বেশি নজর দিয়েছে।

টিকটকে তাঁর এই নতুন কর্মভূমিকায়, নিখিল মূলত সৃজনশীলতায় অনুপ্রেরণা জোগানোর দিকে এবং টিকটকের ব্যবহারকারীদের আরও আনন্দ দেওয়ার বিষয়েই মনোনিবেশ করবেন। পাশাপাশি সারা দেশে আরও ইতিবাচক প্রভাব ফেলতেও তিনি কাজ করবেন বলে জানিয়েছে টিকটক। ২০ বছরেরও বেশি লম্বা কর্মজীবনে নিখিল গান্ধি শীর্ষস্থানীয় মিডিয়া এবং বিনোদন সংস্থাগুলিতে নেতৃত্বের পদে অধিষ্ঠিত রয়েছেন।

TikTok Top 5: বিশ্বযুদ্ধের বিমান দুর্ঘটনার ছবি! ভাইরাল টিকটকে

সম্প্রতি, টাইমস গ্লোবাল ব্রডকাস্টিংয়ের সভাপতি এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে ব্যবসায়ের প্রবৃদ্ধির নেতৃত্ব দিচ্ছিলেন নিখিল গান্ধি। টাইমস নেটওয়ার্কের আগে গান্ধি ওয়াল্ট ডিজনি সংস্থায় নয় বছর কাজ করেছিলেন। তিনি ইউটিভি গ্লোবাল ব্রডকাস্টিং এবং ভায়াকম মিডিয়া নেটওয়ার্ক সংস্থাতেও কাজ করেছেন।

বেইজিংয়ের বাইটড্যান্স সংস্থার মালিকানাধীন টিকটকের জনপ্রিয়তা ভারতের বাজারে দ্রুত বৃদ্ধি পেয়েছে। স্বল্প সময়ের মধ্যেই দেশে প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করেছেন। টিকটকের জনপ্রিয়তা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির আধিপত্যকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি স্বীকারও করেছেন যে টিকটক ভারতে ইনস্টাগ্রামের থেকেও বেশি জনপ্রিয়।

.