This Article is From Jun 21, 2019

টিকটকের প্রভাব! গলায় লোহার চেন বেঁধে মঙ্গলসূত্র পরে আত্মঘাতী ১২ বছরের কিশোর

রোজ পত্র-পত্রিকায় লেখালেখি হয়, যত মোবাইল গেম থেকে দূরে রাখা যায় বাচ্চাদের ততই মঙ্গল।

টিকটকের প্রভাব! গলায় লোহার চেন বেঁধে মঙ্গলসূত্র পরে আত্মঘাতী ১২ বছরের কিশোর

রোজ পত্র-পত্রিকায় লেখালেখি হয়, যত মোবাইল গেম (Mobile Game) বা অ্যাপ্লিকেশন থেকে দূরে রাখা যায় বাচ্চাদের, ততই মঙ্গল। সেই সঙ্গে এই খবরও বের হয়, ফি-দিন কোনও না কোনও শিশু না ভিডিও গেমের বা অ্যাপের ফাঁদে পা দিয়ে আত্মহত্যা (Suicide) করছে না জেনে বুঝে। ফের সেরকমই এক মর্মান্তিক ঘটনার শিকার কোটা বিজ্ঞান নগরের ১২ বছরের কুশল সিন্ধি (Kushal Sindhi)। সূত্রের খবর, রাতভর মোবাইলে টিকটক খেলার পর গভীর রাতে কুশল আত্মঘাতী হয় বাড়ির বাথরুমে। গলায় লোহার শিকল পেঁচিয়ে। পরিবার টের পেতেই সঙ্গে সঙ্গে কুশলকে তাঁরা নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

ঊষসীর পরে আবারও রাতের কলকাতায় বিপন্ন তেইশের তরুণী, আটক অভিযুক্ত

প্রাথমিক তদন্তের পর কোটার এসএইচও মহেন্দ্র সিং জানিয়েছেন, ছেলেটির হাতে সেই সময় ছিল চুড়ি। গলায় মঙ্গলসূত্র। সম্ভবত, টিকটকে কোনও ভিডিও আপলোড করতে গিয়ে বা গেমের কোনও নিয়ম মানতে গিয়েই এই করুণ পরিণতি।

কুশলের বাবা জানিয়েছেন, বরাবরই মোবাইল গেমের প্রতি আসক্তি ছিল কুশলের। তাই কয়েকদিন আগে টিকটক (Tiktok) ডাউনলোড করেছিল। আত্মঘাতী হওয়ার রাতেও সারাক্ষণ সে ব্যস্ত ছিল মোবাইলে। টিকটক ভিডিও নিয়ে। কখন যে এই ঘটনা ঘটিয়েছে, কেউ জানতে পারেনি।

প্রকৃত ঘটনা জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে কুশলের দেহ। রিপোর্ট পাওয়ার পর তার দেহ ফেরত দেওয়া হবে পরিবারকে।

.