Viral: পোষ্য কুকুরের সঙ্গে ছোট্ট মেয়েটির নাচ আপনার মন ভাল করে দেবে মুহূর্তে

ভিডিওয় দেখা যাচ্ছে এক ছোট্ট মেয়ে তার পোষ্যের সঙ্গে নাচে মত্ত। কুকুরটির নাম ওটিস।

Viral: পোষ্য কুকুরের সঙ্গে ছোট্ট মেয়েটির নাচ আপনার মন ভাল করে দেবে মুহূর্তে

ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পরে এখনও পর্যন্ত তা দেখা হয়েছে ৫০ লক্ষেরও বেশিবার।

করোনা (Coronavirus) আতঙ্কের দিনগুলিতে বাড়ি বসে মনখারাপ? এই ভিডিওটি (Virla Video) আপনার মন ভাল করে দিতে পারে মুহূর্তে। ছোট্ট মেয়েটির তার প্রিয় কুকুরের সঙ্গে নাচ দেখলে বিষণ্ণতায় আনন্দের প্রলেপ পড়বে। মঙ্গলবার ভিডিওটি শেয়ার করেছেন আমেরিকার কলবি কলেজের সহ অধ্যাপক ক্যারি লেভান। ভিডিওয় দেখা যাচ্ছে এক ছোট্ট মেয়ে তার পোষ্যের সঙ্গে নাচে মত্ত। কুকুরটির নাম ওটিস। মেয়েটি ওই অধ্যাপকের কন্যা।

তিনি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘যদি হাসতে চান... আমার মেয়ের তার পোষ্য ওটিসের সঙ্গে নাচ।''

ভিডিওটে দেখা যায়, ওটিস দু'পায়ে দাঁড়িয়ে ছোট্ট মেয়েটিকে ধরে নাচ করছে। ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পরে এখনও পর্যন্ত তা দেখা হয়েছে ৫০ লক্ষেরও বেশি বার। লাইখ পড়েছে ৩ লক্ষ।

জমা পড়েছে প্রচুর কমেন্টও। অনেকেই এমন ভিডিও শেয়ার করার জন্য অধ্যাপককে ধন্যবাদ জানিয়েছেন।

কুকুরটির অতিকায় চেহারা নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ।

আপনার কী মনে হচ্ছে ভিডিওটি দেখে? কমেন্ট সেকশনে জানাতে পারেন।

Click for more trending news


Listen to the latest songs, only on JioSaavn.com