This Article is From Sep 13, 2018

এই গণেশ চতুর্থীতে মূর্তিকে গাছে রূপান্তরিত করুন

মূর্তি থেকে চার- দশ দিনের মাথায় গাছ জন্ম নেয়।

এই গণেশ চতুর্থীতে মূর্তিকে গাছে রূপান্তরিত করুন

গাছ গণেশ। (সৌজন্যে ফেসবুক)

হিন্দু তিথি অনুসারে ভাদ্র মাসে গণেশ চতুর্থী পালন করা হয়। সাধারণত ইংরাজি সেপ্টেম্বর মাসে দশ দিনব্যাপী এই উৎসব পালিত হয়। পরিবেশ সুরক্ষিত রাখতে মুম্বাইয়ের শিল্পীরা এই বছর গণেশ চতুর্থীতে গণেশ মূর্তি পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরির চেষ্টা করছেন।  

দত্তাদ্রি কোঠুর নামক এক শিল্পী পরিবেশ বান্ধব মাটির সাহায্যে গণেশ মূর্তি তৈরি করেছেন। ‘গাছ গণেশ’ নামক অভিনব ধারনা তাঁরই মস্তিষ্কপ্রসূত। এই গণেশের বৈশিষ্ট্য হল এর ভিতরে গাছের বীজ আছে এবং পুজোর পর ওই মূর্তিতে জল দিলে তাতে গাছ জন্মাবে।

“পুজো শেষ হওয়ার পর সাধারণ মানুষ তাঁদের বাড়ির ছাদে, বারান্দায় বা বাগানে ওই মূর্তি বসাতে পারবে। তারপর নিয়মিত মূর্তিতে জল দিলে চার থেকে দশ দিনের মধ্যে ওই মূর্তি থেকে গাছ জন্মাবে”, জানান কোঠুর।

 
 

রোহিত ভাস্তে নামক অন্য একজন শিল্পী কাগজের মূর্তি তৈরি করছেন। পুজোর পর ওই মূর্তিগুলো রিসাইকেল করা যাবে।  

পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব মূর্তির পাশাপাশি প্যান্ডেল সাজানোর সামগ্রীও পরিবেশ বান্ধব উপাদান থেকে বর্তমানে তৈরি হওয়া শুরু হয়েছে।  

Click for more trending news


.