This Article is From Sep 22, 2018

ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ চলল দফায় দফায়

ওই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে দুজন। আহত 15 জনের বেশি। এনিয়ে এবিভিপি (ABVP) আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে।

ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ চলল দফায় দফায়

জেলায় জেলায় ABVP-র বিক্ষোভ (ছবি সৌজন্য: ABVP Paschimbanga)

ইসলামপুর:

ইসলামপুরের ছাত্র-পুলিশ সংঘর্ষ (Islampur Clash) নিয়ে উত্তাল গোটা বাংলা। ওই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে দুজন। আহত 15 জনের বেশি। ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে দীর্ঘদিন ধরে ছাত্ররা বাংলাভাষার শিক্ষকের জন্য দাবি জানিয়ে আসছিল। অভিযোগ, জেলা স্কুল পরিদর্শক ওই ব্যাপারটি সম্বন্ধে অবগত থাকা সত্ত্বেও স্কুলটিতে পাঠান অন্য বিষয়ের শিক্ষক। বিক্ষোভ আরও বেশি দানা বাঁধে সেখান থেকেই। রাস্তা আটকে রাখে পড়ুয়ারা। সেই বিক্ষোভ সামাল দিতে পুলিশ এলেই তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় ওই স্কুলের ছাত্রদের। শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। এই ঘটনার প্রতিবাদে গতকাল ইসলামপুরে 12 ঘন্টার বনধ ডেকেছিল বিজেপি (BJP)। অপরদিকে, শাসক দল তৃণমূল (TMC) আবার এই ঘটনার সঙ্গে 'জড়িত' অভিযোগে দায়ী করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে (RSS)। সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর।

kvdv99no

বারাসতে ABVP-র বিক্ষোভ। ছবি সৌজন্য: ABVP Paschimbanga

এবিভিপি (ABVP) আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। দফায় দফায় রাস্তা অবরোধ করছে ইসলামপুরের বিক্ষোভকারীরা। পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দেয় তারা। ইসলামপুরের স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজের পদ থেকে সরে দাঁড়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এখনও কেন ইসলামপুরে এলেন না, তা নিয়েও সরব হয়েছে স্থানীয় মানুষ।

আরও পড়ুন: শেষকৃত্যে নারাজ ইসলামপুরে মৃত 2 যুবকের পরিবার, সাংবাদিক বৈঠকের ডাক RSS-এর

 

.