This Article is From Jan 18, 2019

মমতার ব্রিগেডের দু'দিনের মধ্যে ২২ জানুয়ারি রাজ্যে সভা করতে আসছেন অমিত শাহ

মমতার মেগা ব্রিগেডের পরদিনই কলকাতায় সভা করার কথা ছিল অমিত শাহের। কিন্তু তাঁর অসুস্থতার কারণে ওই সভার দিন পিছিয়ে গিয়ে হল ২২ জানুয়ারি।

মমতার ব্রিগেডের দু'দিনের মধ্যে ২২ জানুয়ারি রাজ্যে সভা করতে আসছেন অমিত শাহ

৪২'টি লোকসভা আসনের মধ্যে ২২'টি আসনে জেতার লক্ষ্য স্থির করে দিয়েছিলেন অমিত শাহ।

কলকাতা:

মমতার মেগা ব্রিগেডের পরদিনই কলকাতায় সভা করার কথা ছিল অমিত শাহের। কিন্তু তাঁর অসুস্থতার কারণে ওই সভার দিন পিছিয়ে গিয়ে হল ২২ জানুয়ারি। শুক্রবার দলের পক্ষ থেকে এই কথা জানানো হয়। "যেহেতু উনি (অমিত শাহ) সুস্থ নন, সেই কারণেই আমরা সভার দিনটা বদল করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে তিনি উপস্থিত থাকতে পারেন। তাঁর উপস্থিতি অত্যন্ত জরুরি। তারিখে বদল ঘটেছে। মালদাতে অমিত শাহের প্রথম সভা হবে আগামী ২২ জানুয়ারি", বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সোয়াইন ফ্লু'তে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি ছিলেন অমিত শাহ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তিনি ক্রমে সুস্থ হয়ে উঠছেন। আগামী দু'একদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। 

বিজেপি বিরোধী সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে ‘মমতাদি'-কে চিঠি লিখলেন রাহুল

আগামী ২৩ জানুয়ারি বীরভূমের সিউড়িতে এবং ঝাড়গ্রাম জেলায়, আগামী ২৪ জানুয়ারি নদীয়ার কৃষ্ণনগর এবং দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে রয়েছে তাঁর সভা। পশ্চিমবঙ্গের দলীয় কর্মীদের কাছে গত বছরই ৪২'টি লোকসভা আসনের মধ্যে ২২'টি আসনে জেতার লক্ষ্য স্থির করে দিয়েছিলেন অমিত শাহ। শনিবারের ব্রিগেডে বিরোধীদের মেগা সমাবেশের পর অমিত শাহের সভা কীরকম সাড়া পায় রাজ্যের মানুষের কাছ থেকে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিকমহল।

.