This Article is From Feb 17, 2019

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড, পুলিশের হাতে ধরা পড়ল মালিক

১২ ফেব্রুয়ারি হোটেলে আগুন লাগার পর থেকেই হোটেলের মালিক রাকেশ গোয়েল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিছুতেই ধরা যাচ্ছিল না তাকে। শেষমেশ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে তাকে শনিবার রাতে।

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড, পুলিশের হাতে ধরা পড়ল মালিক

দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় করোলবাগের হোটেল মালিক রাকেশ গোয়েলকে।

নিউ দিল্লি:

গত সপ্তাহের মঙ্গলবার দিল্লির করোলবাগের হোটেলে মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে। সেই বিধ্বংসী আগুনে প্রাণ হারান ১৭ জন মানুষ। বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয় শ্বাসরোধ হয়ে। এছাড়া, গায়ে আগুন লেগে পুড়ে গিয়েও মৃত্যু হয়েছিল অনেকের। মৃতদের মধ্যে ছিল শিশু এবং মহিলাও। করোলবাগের হোটেল অরপিত প্যালেসে লাগা ওই আগুনের ছবি ও ভিডিও প্রত্যক্ষদর্শীদের তোলা মোবাইল থেকে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ পরদিন সকালে উঠে ঘুমচোখে শুনতে পান ভোররাতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যাওয়া অসহায় মানুষের আর্তনাদ। পুলিশ তদন্ত করতে আসার পর দেখা যায়, ওই হোটেলের মালিক নিখোঁজ।

হোটেলের পর বস্তি, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে

১২ ফেব্রুয়ারি হোটেলে আগুন লাগার পর থেকেই হোটেলের মালিক রাকেশ গোয়েল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিছুতেই ধরা যাচ্ছিল না তাকে। শেষমেশ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে তাকে শনিবার রাতে।

পুলিশের কাছে খবর ছিল বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর বিমানে কাতার থেকে ফিরে আসছে রাকেশ গোয়েল। তারপরই অভিবাসন দফতরের অফিসাররা তার নামে সতর্কতা জারি করে। সমস্ত দফতরে নোটিসও পাঠিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই রাকেশ গোয়েলকে আটক করে পুলিশ। তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। রবিবার তাকে আদালতের সামনে পেশ করা হয়।

দিল্লির বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাতারের রাজধানী দোহাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল রাকেশ গোয়েল। তার ভাই শর্দেন্দু গোলের নামেও লুক-আউট নোটিস জারি করা হয়েছে। হোটেলের লাইসেন্স রয়েছে শর্দেন্দুর নামেই। তবে, হোটেলের মালিক হল রাকেশ গোয়েল।

এই নিয়ে করোলবাগের হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হল।

.