This Article is From Aug 15, 2019

পাকিস্তানের মাটিতে স্বাধীনতা দিবস পালন করবে ভারতীয় দূতাবাস

Independence Day: স্বাধীনতা দিবসের আগের দি‌ন বুধবার দূতাবাসের পক্ষ থেকে একটি ছবি টুইট করা হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে দূতাবাস ভবন ত্রিবর্ণরঞ্জিত হয়ে ঝলমল করছে

পাকিস্তানের মাটিতে স্বাধীনতা দিবস পালন করবে ভারতীয় দূতাবাস

Independence Day: বুধবার দূতাবাসের পক্ষ থেকে এই ছবিটি টুইট করা হয়।

ইসলামাবাদ:

পাকিস্তানের (Pakistan) ইসলামাবাদে (Islamabad) অবস্থিত ভারতীয় দূতাবাসে (Indian High Commission) পালিত হবে ৭৩তম স্বাধীনতা দিবস (73rd Independence Day)। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর দুই দেশের রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। ইসলামাবাদ ভারতের পদক্ষেপে অখুশি। এই পরিস্থিতিতে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালনে সব রকম ভাবে প্রস্তুত ভারতীয় দূতাবাস। স্বাধীনতা দিবসের আগের দি‌ন বুধবার দূতাবাসের পক্ষ থেকে একটি ছবি টুইট করা হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে দূতাবাস ভবন ত্রিবর্ণরঞ্জিত হয়ে ঝলমল করছে।

সন্ত্রাসের হুমকি সত্ত্বেও, কড়া নিরাপত্তার মধ্যে স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত জম্মু ও কাশ্মীর

ছবির সঙ্গে ওই টুইটে লেখা হয়েছে, ‘‘তেরঙ্গার বর্ণে অত্যুজ্ব্ল। ৭৩ তম স্বাধীনতা দিবস বিপুল ভাবে পালনের জন্য পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিঃশব্দে অপেক্ষা করছে ১৫ আগস্ট ২০১৯-এর প্রাক্কালে। জয় হিন্দ।''

ওই টুইটে ট্যাগ করা হয়েছে পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান অজয়কে নয়াদিল্লিতে ফেরত পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভারতে তাদের রাষ্ট্রদূত মঈন-উল-হককেও পাঠাবে না। ১৬ আগস্ট মঈনের দায়িত্ব নেওয়ার কথা ছিল।

.