খালির ক্রিকেটীয় শট দেখে বিস্মিত সহ-খেলোয়াড়রা। দেখুন সেই ভিডিও
লকডাউনের (Lockdwon) মধ্যেই নিজের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দা গ্রেট খালি (The Great Khali)। সোশাল মাধ্যমে বেশ সক্রিয় এই ডাবলুডাবলুই কুস্তিগীর। মাঝে মধ্যে পোস্ট করেন মজাদার ভিডিও। এবার খালির ক্রিকেটীয় শট দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। রবি শাস্ত্রী আশেপাশে থাকলে হয়তো বলে উঠতেন, "খালি ফিনিশেস অফ হিজ স্টাইল..."। হ্যাঁ, সম্প্রতি দা গ্রেট খালির ক্রিকেট খেলার একটি ভিডিও টিকটকে ভাইরাল (Tiktok viral video) হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ফুটবল দিয়ে ক্রিকেট খেলছেন তিনি। বাড়ির ছাদে পরিবারের অন্যদের সঙ্গে খেলায় মেতেছেন এই কুস্তিগীর। টিকটকে ভাইরাল সেই ভিডিওতে আরও দেখা গিয়েছে, ব্যাট ঘুরিয়ে দিব্যি ফুটবলে শট মারছেন তিনি। আর তাঁর এই ভিভ রিচার্ডস সুলভ শট দেখে হতবাক সহ-খেলোয়াড়রা। সেই বিস্ময় দেখে ব্যাট হাতে নিয়ে দু'হাত তুলে বাউন্ডারি উদযাপন করছেন খালি।
মদের দোকান খোলায় ফূর্তির প্রাণ গড়ের মাঠ, দেখুন কী কাণ্ড করলেন এই ব্যক্তি!
দেখুন সেই ভাইরাল টিকটক ভিডিও:
এই ভাইরাল ভিডিও পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১.৭ লক্ষ ভিউজ পেয়েছে সেই ভিডিও। পড়েছে দুই শতাধিক কমেন্টস। সমান তালে পেয়েছে লাইকসও।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, তৃতীয় দফার লকডাউনে দেশকে তিন জোনে ভাগ করা হয়েছে। রেড, অরেঞ্জ এবং গ্রিন। ৪ মে থেকে শুরু এই লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত। প্রথম দফার লকডাউন লাগু হয়েছিল ২৪ মার্চ। শেষ হয়েছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় দফার লকডাউন লাগু হয় ১৫ এপ্রিল, শেষ হয় ৩ মে। অপরদিকে, দেশে মোট সংক্রমিত ৪২, ৫৩৩ জন। মৃত ১৩৭৩ জন। এখনও পর্যন্ত প্রায় ১২ হাজার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যাদের মধ্যে এক বিদেশীও আছেন। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ২৯, ৪৫৩ জনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে ১১১ জন বিদেশি।
Click for more
trending news