This Article is From Dec 06, 2019

Telangana Updates: অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে হত্যা করল পুলিশ

Telangana Updates: এই চারজনই সেখান থেকে পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, এবং এই ঘটনার দায় ভারও স্বীকার করে নিয়েছে তারা

Telangana Updates: অভিযুক্ত ৪ জনকে এনকাউন্টারে হত্যা করল পুলিশ

অভিযুক্ত চার জনই মারা গেছে: পুলিশ

নিউ দিল্লি:

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরবেলা তেলেঙ্গানা পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করার অভিযোগে অভিযুক্ত চারজনকে এনকাউন্টার করে হত্যা করে পুলিশ। তারা সম্পূর্ণ ঘটনার দায়ভার স্বীকার করে নিয়েছে।  

পুলিশ সূত্রে জানানো হয়েছে ভোর তিনটে নাগাদ তদন্তের উদ্দেশে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত চারজনকে। হায়দ্রাবাদ থেকে প্রায় ৬০ কিমি. দূরে অবস্থিত এই এলাকা থেকেই উদ্ধার করা হয়েছিল তরুণীর দগ্ধ্ শরীর।এই চারজনই সেখান থেকে পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, এবং এই ঘটনার দায় ভারও স্বীকার করে নিয়েছে তারা। 

দেখুন হায়দ্রাবাদের আপডেট:

Dec 06, 2019 12:06 (IST)
কংগ্রেস লিডার শশী থারুর জানিয়েছেন, সম্পূর্ণ বিষয়টা না জানা পর্যন্ত কখনই দণ্ডাদেশ দেত্তয়া উচিত না। ''আমি এই নীতিতে বিশ্বাসী। আমাদের আরও খতিয়ে দেখা উচিত ছিল... সম্পূর্ণ তা না জেনে দণ্ডাদেশ দেত্তয়া উচিত না। বিচার বহির্ভূত হত্যাকে কখনই মেনে নেওয়া যায়না।'' টুইট করে জানিয়েছেন শশী থারুর  

Dec 06, 2019 11:54 (IST)
''তোমাদের সেলাম জানাই'' সাইনা নেহওয়াল 

তেলেঙ্গানা পুলিশ ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত চাজনকে এনকাউন্টার করে সেলাম জানিয়েছেন সাইনা নেহওয়াল। ''হায়দ্রাবাদ পুলিশদের মহান কাজ... তাদের সেলাম জানাচ্ছি আমরা।'' সাইনা নেহওয়াল 
Dec 06, 2019 11:29 (IST)
পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরম জানিয়েছেন, ''হত্যা আমাদের ব্যবস্থায় একটি কালো দাগ। ধর্ষণ ঘৃণ্য অপরাধ। আইনের অধীনে এর কোনো বিচার হওয়া উচিত।'' কিন্তু তিনি জানিয়েছেন, ''এনকাউন্টার'' করে কাউকে মেরে ফেলাটাও নিন্দনীয়। তিনি বলেন, ''আমি বুঝতে পারছি দ্রুত বিচারের প্রয়োজনীয়তার কথাটা। কিন্তু এটা কোনও পথ নয়।'' তিনি টুইট করে এই কথা জানিয়েছেন।
Dec 06, 2019 11:13 (IST)
''জয় তেলেঙ্গানা পুলিশ'': পুলিশের পদক্ষেপের জন্য উমা ভারতী 

তেলেঙ্গানাতে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত চারজনকে এনকাউন্টরে হত্যা করার পর বরিষ্ঠ বিজেপি নেত্রী উমা ভারতী তেলেঙ্গানা পুলিশের জয়গান গেয়েছেন। '' এই শতাব্দীর ১৯তম বছরে এসে মহিলাদের সুরক্ষা প্রদানের সবচেয়ে বড়ো ঘটনা'' তিনি টুইট করে আরও জানিয়েছেন যে, এই ঘটনার সাথে যুক্ত প্রতিটি পুলিশকে "সংবর্ধনা" জানানো উচিত।   

Dec 06, 2019 10:46 (IST)
গোলাপের পাঁপড়ি দিয়ে পুলিশদের অভ্যর্থনা জানালো স্থানীয়রা 

গত সপ্তাহে পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার পর যে চারজনকে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়, শুক্রবার ভোররাতে তাদের এনকাউন্টরে হত্যা করে পুলিশ। স্থানীয়রা সেই পুলিশদের ওপর গোলাপের পাঁপড়ি ছুড়ে অভ্যর্থনা জানিয়েছে।   

Image
Dec 06, 2019 10:41 (IST)
সংবিধানকে অমান্য করে আমরা কিছু করতে পারি না: তেহসিন পুনাওয়াল্লা

''যেকোনো পুনর্নির্মাণের ঘটনার ক্ষেত্রে, পুলিশের কাছে সেই পুনর্নির্মাণের ভিডিও রেকর্ড থাকে! আদালতে উপযুক্ত তথ্য হিসাবে তা জমা করতে পারবে তো? আমরা যদি এনকাউন্টারকে বৈধ বলে ধরে নিই, তাহলে সম্পূর্ণ বিচার প্রক্রিয়াকে ধ্বংস করা হয়।  সংবিধানের বাইরে গিয়ে আমার কিছু করতে পারি না।''
Dec 06, 2019 10:27 (IST)
রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশন

''একজন সাধারণ মানুষ হিসাবে আমি সত্যি খুব খুশি। আমরা সকলে যা চাইছিলাম, তারই অবসান ঘটেছে। কিন্তু আইনের পথেই এর অবসান হয় উচিত ছিল। সুনির্দিষ্ট পথেই এর অবসান হওয়া উচিত ছিল।   
Dec 06, 2019 10:23 (IST)
হায়দ্রাবাদ: ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
Dec 06, 2019 10:15 (IST)
উত্তর প্রদেশের মহিলারাও সুরক্ষিত নয়, দিনে দিনে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। হায়দ্রাবাদের পুলিশদের দেখে ইউপি পুলিশদেরও প্রেরণা নেওয়া উচিত : মায়াবতী  
Dec 06, 2019 10:10 (IST)
''আমি কৃতজ্ঞ'': পীড়িতার বাবা 

''আজ দশ দিন হয়ে গেলো, আমার মেয়ে এই পৃথিবীতে নেই। সরকার ও প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেয়ের আত্মার শান্তি হয়েছে।'' 
Dec 06, 2019 10:06 (IST)
''শাবাশ তেলেঙ্গানা পুলিশ,'' পুলিশদের পদক্ষেপ নিয়ে বললেন অভিনেতা ঋষি কাপুর 

পুলিশদের পাশে থেকে সকাল সকালই টুইট করলেন অভিনেতা ঋষি কাপুর, ''শাবাশ তেলেঙ্গানা পুলিশ। আমার অভিনন্দন!'' 
Dec 06, 2019 10:03 (IST)
পুলিশদের এই পদক্ষেপ নিয়ে নির্ভয়ার মায়ের মতামত:

''এই শাস্তির কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। এই পুলিশের একটা মহান কাজ করে দেখিয়েছেন, আমি চাইনা এদের বিরুদ্ধে কোনো রকম আইনি তদন্ত করা হোক।'' 

Image
Dec 06, 2019 09:57 (IST)
আইনজীবী ও সমাজকর্মী বৃন্দা গ্রোভার পুলিশের সমালোচনা করলেন। তিনি জানালেন, ''এই ন্যায়বিচার নারীরা চায় না। আমরা কী করে নিশ্চিত হব যে, এই অভিযুক্তরাই আসল অভিযুক্ত এবং আসল অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়নি?''
Dec 06, 2019 09:53 (IST)
সিনিয়র পুলিশ আধিকারিকরা এনকাউন্টারের স্থানে পৌঁছেছেন। তেলেঙ্গানার পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত চার তরুণকে অপরাধের স্থানে নিয়ে যাওয়ার সময় তারা পালানোর চেষ্টা করলে তাদের গুলি করে মারে পুলিশ।

Image
.