This Article is From Sep 25, 2018

টি – বোর্ডের হেড আফিসের পাঁচটি তলা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত

রোজগার  বাড়াতে প্রধান কার্যালয়ের পাঁচটি তলা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল টি-বোর্ড। বিবাদী বাগে সংস্থার ন’তলা অফিসের পাঁচটি তলা ভাড়া দেওয়া হচ্ছে।

টি – বোর্ডের  হেড আফিসের পাঁচটি তলা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত

আরও বেশি করে অর্থ রোজগার করতেই এমন সিদ্ধান্ত হয়েছে।

হাইলাইটস

  • বিবাদী বাগে সংস্থার ন’তলা অফিসের পাঁচটি তলা ভাড়া দেওয়া হচ্ছে
  • ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থা আগ্রহ দেখিয়েছে
  • বর্তমানে সংস্থার কর্মীর সংখ্যা 328 জন
কলকাতা:

রোজগার  বাড়াতে প্রধান কার্যালয়ের পাঁচটি তলা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল টি-বোর্ড। বিবাদী বাগে সংস্থার ন’তলা অফিসের পাঁচটি তলা ভাড়া দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে খবর। সংস্থার ডেপুটি চেয়ারম্যান তথা সিইও অরুণকুমার রায় বলেন. ‘ আমরা কয়েকটি তলা  ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর মধ্যে একটি তলা  এমপিইডিএ এবং স্পাইশ বোর্ড নিয়েছে। তাছাড়া একটি বেসরকারি ব্যাঙ্ক এবং আরও কয়েকটি সংস্থা ভাড়া নেওয়ার ব্যাপারে    আগ্রহ দেখিয়েছে। আরও বেশি করে অর্থ রোজগার করতেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

বাকি চারটি তলার মধ্যে দুটি নির্দিষ্ট থাকবে টি বোর্ডের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের জন্য। বর্তমানে সংস্থার কর্মীর সংখ্যা 328 জন। সিইও মনে করেন এই সিদ্ধান্তের ফলে সংস্থার কাজে গতি আসবে।          

.