This Article is From May 24, 2019

কোচিং সেন্টারে আগুন, ২০ জনের মৃত্যু, ছাদ থেকে ঝাঁপ পড়ুয়াদের

Surat Fire: সুরাটের তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন আধিকারিকরা।

কোচিং সেন্টারে আগুন, ২০ জনের মৃত্যু, ছাদ থেকে ঝাঁপ পড়ুয়াদের

আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯ টি দমকল ইঞ্জিন ও দুটি হাইড্রোলিক প্লাটফর্ম ঘটনাস্থলে পৌঁছেছে।

সুরাত:

সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু পড়ুয়া প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর এমনই। সুরাটের তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন (Surat Fire) ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন আধিকারিকরা। বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তলা থেকে পড়ুয়াদের ঝাঁপ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে টেলিভিশন চ্যানেলে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯ টি দমকল ইঞ্জিন ও দুটি হাইড্রোলিক প্লাটফর্ম ঘটনাস্থলে পৌঁছেছে। অধিকাংশ ছাত্রেরই বয়স ১৪ থেকে ১৭-র মধ্যে। দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। তক্ষশীলা কমপ্লেক্স নামের ওই বাণিজ্যিক বহুতলটির সবথেকে উপরের দু'টি তলা থেকে আগুন বেরোতে দেখা গিয়েছে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। ঠিক কেন আগুন (Surat Fire) লাগল তা এখনও জানা যাচ্ছে না। ঘন ধোঁয়ায় এলাকা ভরে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে সাহায্য করছেন। এক আধিকারিক জানান, ১৯টি দমকল ইঞ্জিন এবং দু'টি হাইড্রোলিক প্ল্যাটফর্ম পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

সিগারেটের ভাগ দিতে অস্বীকার, প্রকাশ্য রাস্তায় যুবকের সঙ্গে কী করল দুষ্কৃতীরা?

সংবাদ সংস্থা পিটিআইকে এক অগ্নি নির্বাপক আধিকারিক বলেন, ‘‘চার ও পাঁচ তলার ছাত্ররা নিজেদের বাঁচাতে নীচে লাফ দিয়েছে। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাটানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।'' 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, ‘‘সুরাটের অগ্নিকাণ্ডে অত্যন্ত দুঃখিত। শোকগ্রস্ত পরিবারগুলিকে আমার সহানুভূতি জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। গুজরাত সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করতে বলা হয়েছে।'' গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ‘‘সুরাতের অগ্নিকাণ্ডে(Surat Fire) গভীর শোকগ্রস্ত। আধিকারিকদের প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত আক্রান্তদের জন্য প্রার্থনা করছি। যারা আহত হয়েছে, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মৃতদের আত্মাদের জন্য আমি প্রার্থনা করি। ওম শান্তি।''

জঙ্গলে টেনে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও করা হল, ধৃত ৩

দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে অবহেলার কারণেই বিপজ্জনক হারে ভয়াবহ অগ্নিকাণ্ড(Surat Fire) ঘটছে। সরকারি তথ্য অনুযায়ী, শেষ যে বছরটির হিসেব পাওয়া যাচ্ছে, সেই ২০১৫ সালে ১৭,০০০-এরও বেশি মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছেন। দেশে দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম কারণ এটি।

.