This Article is From Sep 01, 2018

লাইব্রেরি ডে ‘বড় ঘোষণা’ মন্ত্রীর, জেনে নিন কী সেটা

আগামী বছর থেকে আরও বেশি সংখ্যায়  স্কুল পড়ুয়াদের হাতে লাইব্রেরির বই তুলে দিতে চায় রাজ্য সরকার।

লাইব্রেরি ডে ‘বড় ঘোষণা’ মন্ত্রীর, জেনে নিন কী সেটা

উত্তর কলকাতায় রাজ্য সরকারের কেন্দ্রীয় গ্রন্থাগারে চিফ মিনিস্টার কর্নার খুলবে

কলকাতা:

আগামী বছর থেকে আরও বেশি সংখ্যায়  স্কুল পড়ুয়াদের হাতে লাইব্রেরির বই তুলে দিতে চায় রাজ্য সরকার। এখন 31 হাজার স্কুলের পড়ুয়া বাড়ির এক কিলোমিটারের মধ্যে থাকা লাইব্রেরি থেকে বই পায়।

আগামী বছর থেকে এই সংখ্যাটা 50 হাজারে নিয়ে যেতে  চায় রাজ্য। লাইব্রেরি ডে উপলক্ষ্যে  আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে  গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরি শুক্রবার এমন কথাই জানিয়েছেন।

অন্যদিকে উত্তর কলকাতায় রাজ্য সরকারের কেন্দ্রীয় গ্রন্থাগারে চিফ মিনিস্টার কর্নার খুলবে। সেখানে রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী নিয়ে লেখা বই পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

দুজনেই লাইব্রেরি পরিধি আরও বাড়ানোর ব্যাপারে জোর দেন। সুব্রত বলেন ইন্টারনেটের যুগেও লাইব্রেরির প্রয়োজন আছে। অন্যদিকে বিমান বলেন, পড়ুয়ারা যাতে  লাইব্রেরিতে কম করে এক ঘন্টা করে সময় কাটাতে পারে তার জন্য প্রতিটি স্কুলের উদ্যোগ নেওয়া উচিত।                                         



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.