This Article is From Dec 12, 2019

মাকে ধর্ষণ ছেলের, মেয়েকে বাবা! জোড়া পাশবিক কাণ্ডে চাঞ্চল্য

বাধ্য হয়ে তড়কে সিড়কো থানায় নিজের ছেলের বিরুদ্ধে মুখ খোলেন অসহায় মা। লজ্জায় তখন মাথা হেঁট তাঁর। চোখে বাঁধভাঙা অশ্রু।

মাকে ধর্ষণ ছেলের, মেয়েকে বাবা! জোড়া পাশবিক কাণ্ডে চাঞ্চল্য

প্রতীকী ছবি

হাইলাইটস

  • মাকে ধর্ষণ ছেলের!
  • স্থানীয় থানায় ছেলের বিরুদ্ধে এফআইআর করেন মা
  • খবর, অভিযুক্তের বাবার মৃত্যু হয়েছে সাত বছর আগে
ঔরঙ্গাবাদ:

জোড়া ধর্ষণের খবরে চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। প্রশাসন সূত্রে খবর, গত কয়েকমাস ধরে মাকে (mother) লাগাতার ধর্ষণ (rape) করেছে তাঁরই ২০ বছরের ছেলে। আক্রান্ত কাজ করেন স্থানীয় এক হাসপাতালে। সাত বছর আগে মৃত্যু হয় অভিযুক্তের বাবার। মায়ের অভিযোগ, তারপর থেকেই নাকি তাঁর ওপর যৌন অত্যাচার চালাত নিজের গর্ভের সন্তান। রোজের এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক আগেই মুখ খোলার চেষ্টা করেন ধর্ষিতা। নিজের কুকীর্তি ঢাকতে সঙ্গে সঙ্গে নাকি মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছেলে। কিন্তু চুপ করে থাকার পরেও অত্যাচার বন্ধ না হওয়ায় বাধ্য হয়ে তড়কে সিড়কো থানায় নিজের ছেলের বিরুদ্ধে মুখ খোলেন অসহায় মা। লজ্জায় তখন মাথা হেঁট তাঁর। চোখে বাঁধভাঙা অশ্রু। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ছেলেকে। সঙ্গে প্রশ্নও উঠেছে, এভাবে আত্মজ যদি সম্মান না করে নিজের মাকে তাহলে পুরুষের থেকে আর কীভাবে সম্মান পাওয়ার আশা করে নারী?

জোর করে বেশ্যাবৃত্তি নাবালিকাকে, উদ্ধার মধুচক্র থেকে

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া মাত্র গ্রেফতার করা হয়েছে ছেলেকে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়।

নির্ভয়া কাণ্ডে ফাঁসির প্রস্তুতি নিয়ে জল্পনা, অন্যতম অপরাধী পবনকে সরানো হল তিহার জেলে

একই দিনে উঠে আসে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। ঔরঙ্গাবাদ জেলায় নিজের তেরো বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক নাবালিকার বাবা। কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সাঁইনগরের এই ঘটনায় বিস্ময়ে স্তব্ধ অঞ্চলবাসী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পেশায় চৌকিদার। গত দু-বছর ধরে সে পরিবার নিয়ে বাস করছে সাঁইনগরে। তবে কি আর মা-বাবা, ছেলে-মায়ের সম্পর্কও নিরাপদ নয় আধুনিকতার অভিশাপে? খবর জানার পর এমনই প্রশ্ন উঠেছে সমাজের নানা স্তর থেকে।

VIDEO: মহারাষ্ট্রের কোপর্ডি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ

.