This Article is From Sep 30, 2019

‘‘একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই হবে’’: নরেন্দ্র মোদি

তিনি (Prime Minister Narendra Modi) জানান, ‘‘আমি বলছি না প্লাস্টিক ব্যবহার বন্ধ হোক। আমি বলতে চাইছি একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার বন্ধ হোক।’’

‘‘একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই হবে’’: নরেন্দ্র মোদি

২০১৯ লোকসভা নির্বাচনের পর এই প্রথম প্রধানমন্ত্রী তামিলনাডু এলেন। (ফাইল)

চেন্নাই:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সোমবার জানালেন, তিনি প্লাস্টিক ব্যবহারের বিরোধী নন। একবার ব্যবহার্য প্লাস্টিকের (Single-Use Plastic) ব্যবহারের বিরোধী। চেন্নাই (Chennai)বিমানবন্দরে তাঁকে নিতে আসা দলীয় সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ‘‘আমি বলছি না প্লাস্টিক ব্যবহার বন্ধ হোক। আমি বলতে চাইছি একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার বন্ধ হোক।'' তিনি বলেন, একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধের বার্তা মানুষের কাছে নিয়ে যেতে হবে মহাত্মা গান্ধির ১৫০তম জন্মদিনের পদযাত্রার সময়। তিনি বলেন, ‘‘চেন্নাইয়ে আসাটা সবসময়ই আনন্দের। চেন্নাইয়ের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুশি।'' ২০১৯ লোকসভা নির্বাচনের পর এই প্রথম প্রধানমন্ত্রী তামিলনাডু এলেন।

"ভারতের প্রতি বিশ্বের বিরাট প্রত্যাশা": মার্কিন সফর নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী বলেন, তামিল কবি কানিয়ান পুঙ্গুন্দ্রানাসের কবিতা মার্কিন মিডিয়ায় শিরোনাম হয়েছে।

রাষ্ট্রসঙ্ঘের ৭৫ তম সাধারণ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের অংশগ্রহমের বার্তা দিতে ৩০০০ বছর আগের সময়ের তামিল কবির পঙক্তিই তুলে ধরেন। সেই পঙক্তি হল ‘‘আমরা সর্বত্র আছি ও সবার মধ্যে সঙ্গে আছি।''

সর্দার প্যাটেলের জন্মদিনে “একতার দৌড়”-এ অংশ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি ৫৬তম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ-এর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি ওখানেই সিঙ্গাপুর-ইন্ডিয়া হ্যাকাথন ২০১৯ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

.