This Article is From Apr 03, 2020

অর্থের পরিমাণের উল্লেখ নয়, করোনার বিরুদ্ধে লড়তে একগুচ্ছ সহায়তার ঘোষণা করলেন শাহরুখ খান

বাকিদের মতো একবারও অনুদানের অঙ্কের উল্লেখ করেননি তিনি, বরং বিভিন্ন ক্ষেত্রে বড় পরিমাণে সাহায্যের ঘোষণা করেছেন তিনি

অর্থের পরিমাণের উল্লেখ নয়, করোনার বিরুদ্ধে লড়তে একগুচ্ছ সহায়তার ঘোষণা করলেন শাহরুখ খান

ছবিটি শেয়ার করেছেন শাহরুখ খান

হাইলাইটস

  • সোশ্যাল মিডিয়াতে প্রেস বিবৃতি জারি করেছেন শাহরুখ
  • বিভিন্ন পদক্ষেপের ঘোষণা করেছেন কিং খান
  • সরকারের তহবিলেও দান করেছেন শাহরুখ
নয়াদিল্লি:

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রের বহু বিখ্যাত ব্যক্তিত্বই এগিয়ে এসেছেন, নিজেদের অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন তাবড় বলিউড ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়াব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য জনগণের কাছ থেকে অনুদানের অনুরোধ জানিয়েছেন। তারপরেই অক্ষয় কুমার ২৫ কোটি টাকা অনুদান দেন, অনুদান দেন সারা আলি খান, কার্তিক আরিয়ানের মতো নবাগতরাও। এবার অনুদানের হাত বাড়ালেন কিং খান (Shah Rukh Khan)। তবে বাকিদের মতো একবারও অনুদানের অঙ্কের উল্লেখ করেননি তিনি, বরং বিভিন্ন ক্ষেত্রে বড় পরিমাণে সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

শাহরুখ খান লিখেছেন, “এই সময়ে আপনার চারপাশের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করতেই হবে- সে আপনার সঙ্গে সম্পর্কিত নাও হন বা পরিচিত হন বা অপরিচিত হন- তাদের একা বোধ করতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই একে অপরকে দেখাশোনা করার কথা  নিশ্চিত করি, সামান্য কিছুই করি সাধ্যমতো। ভারত এবং সমস্ত ভারতীয় একই পরিবার, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং প্রার্থনা করতে ভুলবেন না। "

শাহরুখ খান PM-CARES ফান্ডে অনুদান তো করেইছেন পাশাপাশি আরও বহু সাহায্যের ঘোষণাও করেছেন। বাদশার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রেড চিলি'র পক্ষ থেকে করা টুইটে লেখা হয়েছে;

১. কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহ মালিক শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা মেহতা এবং জয় মেহতা PM-CARES তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২. রেড চিলির (Red Chillies Entertainment) মালিক গৌরী খান এবং শাহরুখ খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।

৩. মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের সমর্থন এবং সুরক্ষার জন্য ৫০,০০০ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment) বা পিপিই-এর জোগান।

৪. মীর ফাউন্ডেশনের (Meer Foundation) সঙ্গে মিলে মুম্বইয়ের ৫৫০০ পরিবারকে আগামী এক মাস খাবার দেওয়ার সংকল্প।

৫. গরিব এবং প্রায় ২৫০০ দিনমজুরদের জন্য এক মাসের খাবারের বন্দোবস্ত।

৬. প্রায় ১০০ জন অ্যাসিড আক্রান্তদের এক মাসের আর্থিক সহায়তা।

#WarAgainstVirus @my_bmc

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

শাহরুখ খান করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সাধারণ মানুষ কিং খানের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারে বেড়ে দাঁড়িয়েছে ১৯৬৫ জন এবং এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্তের বর্তমান সংখ্যা ১৭৬৪, বাকি ১৫০ জন মানুষ এই রোগকে হারিয়ে সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় যদিও ৩২৮ টির মতো নতুন ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১২ জন মানুষের মৃত্যুও হয়েছে। মহারাষ্ট্রে চারটি, মধ্যপ্রদেশে তিনটি এবং অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাবে একটি ক'রে ঘটনা সামনে এসেছে।

.