This Article is From Dec 25, 2019

কালকা-সিমলা রুটে ভিস্তাডোম ট্রেন, ৭ কোচের কাচের কামরায় ফুরফুরে মেজাজ!

Indian Railways: বেলুন দিয়ে সাজানো লাল রঙের ভিস্তাডোম ট্রেনটি হরিয়ানার কালকা রেলস্টেশন থেকে সকাল ৭টা নাগাদ রওনা দেয়, আপনিও এই ছুটিতে বেরিয়ে পড়ুন...

কালকা-সিমলা রুটে ভিস্তাডোম ট্রেন, ৭ কোচের কাচের কামরায় ফুরফুরে মেজাজ!

Him Darshan: এই ট্রেনটিতে শতাধিক যাত্রী সওয়ার হতে পারবেন

হাইলাইটস

  • কালকা-সিমলা রুটে চালু হল ভিস্তাডোম ট্রেন
  • ৭ কামরার কাচে মোড়া ট্রেনে সফর হয়ে উঠবে উপভোগ্য
  • এই ট্রেনের আগামী কয়েকদিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই
চণ্ডীগড়:

বড়দিন থেকে ১ জানুয়ারি, বর্ষশেষ এবং বর্ষবরণের এই সন্ধিক্ষণে ভ্রমণ পিপাসুদের পায়ের তলায় সর্ষে। আর বেড়াতে ভালবাসেন যাঁরা তাঁদের জন্যে দারুণ সুখবর। ঐতিহ্যবাহী কালকা-সিমলা রুটে (Kalka-Shimla Heritage Track) চালু হল অভিনব ভিস্তাডোম ট্রেন। এই ট্রেনের (Vistadome Train) ৭টি কামরাই আদ্যোপান্ত কাচে মোড়া। ফলে ভিস্তাডোমে চড়ে বসলে আপনার এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মাত্র একটি স্বচ্ছ কাচের ফারাক থাকবে। বুধবার, ২৫ ডিসেম্বর থেকেই চালু হল ভিস্তাডোম ট্রেন পরিষেবা। রেলের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বেলুন দিয়ে সাজানো লাল রঙের ভিস্তাডোম ট্রেনটি হরিয়ানার কালকা রেলস্টেশন থেকে আজ (২৫ ডিসেম্বর,২০১৯) সকাল ৭টা নাগাদ রওনা দেয়। ''হিম দর্শন'' নামে এই ট্রেনটিতে একসঙ্গে শতাধিক যাত্রী সওয়ার হতে পারবেন । তবে নতুন এই ট্রেনটির প্রতি পর্যটকদের তীব্র আকর্ষণ থাকায় আগামী বেশ কয়েকদিনের জন্যে এই ট্রেনের সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে রেল।

ট্রেন চলছে। আচমকা বৃষ্টি। মুখ তুলে তাকাতেই নজরে আসতে পারে স্বচ্ছ কাচের গা বেয়ে নেমে যাচ্ছে জলধারা। এবার সেই মনমুগ্ধকর  অভিজ্ঞতার সাক্ষী হতে হলে কালকা-সিমলা রুটের এই ট্রেনে চড়ে বসুন আপনিও। ভিস্তাডোম কোচের কাচে মোড়া এই কামরার ভিতরে বসেই বৃষ্টি থেকে তুষারপাত, প্রকৃতির নানান রূপ উপভোগ করতে পারবেন যাত্রীরা।

"Happy Holidays", অ্যানিমেটেড ডুডল দিয়ে ছুটির আনন্দ ভাগ করে নিচ্ছে গুগলও

এমনিতে নৈসর্গিক শোভার জন্য পর্যটকদের মধ্যে কালকা-সিমলা রুটটি বরাবরই অত্যন্ত জনপ্রিয়। বছরের অধিকাংশ সময়েই এই রুটে উপচে পড়ে ভিড়। এবার এই রুটে ট্রেনযাত্রার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য হয়ে উঠবে। তবে কালকা-সিমলা রুটের কাচে মোড়া কামরায় ট্রেন যাত্রা অবশ্য খুব সস্তা হবে না। বেশ কিছুটা গ্যাঁটের কড়ি খসাতে হবে পর্যটকদের।

ভিস্তাডোম ট্রেনে চড়ে দারুণ ভাল লাগছে পর্যটকদের। এক পর্যটক জানিয়েছেন, "ট্রেনটিতে স্বচ্ছ ছাদ থাকায় প্রকৃতি আরও ভালো করে উপভোগ করতে  পারছি, খুব ভাল লাগছে কারণ এটা একটা দারুণ অভিজ্ঞতা।আমরা কয়েকদিনের মধ্যে আবারও এখানে আসবো। আশা করি আমরা এই ট্রেনে চড়ার সময় আগামীবার তুষারপাতের অভিজ্ঞতাও লাভ করতে পারবো"।

Happy Holidays Google Doodle 2019: বড়দিনের আলোর মালায় ঝলমলে গুগল ডুডল

এমনিতেই এবার শীত বেশ জমিয়ে পড়েছে। তুষারপাতের প্রেমে সবসময়ই পাগল ভ্রমণপিপাসু বাঙালি। তাই হ্যাঁ, আপনাকেই বলছি..., যদি এমন চান যে, আপনার প্রিয় মানুষটিকে পাশে নিয়ে কাচঘেরা ট্রেনে চড়ে বেড়াবেন আর পুষ্পবৃষ্টির মতো টুপটাপ তুষারবৃষ্টি হবে ট্রেনের ছাদে, আর আপনি সেটা জমিয়ে উপভোগ করবেন, তবে আর দেরি না করে চলে যান কালকা অথবা সিমলা, চড়ে বসুন ভিস্তাডোম ট্রেনে। আর তারপরে? "আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে..."।

.