This Article is From Oct 06, 2018

প্রবীণ সাংবাদিক প্রদীপ চৌধুরির জীবনাবসান

প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক তথা পিটিআইয়ের কলকাতা ব্যুরোর প্রাক্তন বার্তা সম্পাদক প্রদীপ চৌধুরি।

প্রবীণ সাংবাদিক প্রদীপ চৌধুরির জীবনাবসান

অফিসের কাজে কখনও ইসলামাবাদ কখনও আবার গ্যাংটকে গিয়েছেন।

হাইলাইটস

  • পিটিআইয়ের কলকাতা ব্যুরোর প্রাক্তন বার্তা সম্পাদক প্রদীপ চৌধুরি
  • কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়
  • সাংবাদিক মহলে তিনি পরিচিত ছিলেন পি সি নামে
কলকাতা:

প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক তথা পিটিআইয়ের কলকাতা ব্যুরোর প্রাক্তন বার্তা সম্পাদক প্রদীপ চৌধুরি । 64 বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তাঁর দুই মেয়ে।  সাংবাদিক মহলে তিনি পরিচিত ছিলেন পি সি নামে। গত মাসে মস্তিস্কের  সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হন প্রদীপ। সেখানেই তাঁর মৃত্যু হল।                  

প্রথমে ক্যালকাটা বয়েজ পরে প্রেসিডেন্সি কলেজ ( এখন বিশ্ববিদ্যালয়) থেকে পড়াশুনো শেষ করে  1979 সালে  যোগ দেন পিটিআইতে। সাড়ে  তিন দশক সেখানেই কাজ করে অবসর নেন 2014 সালে । যে কোনও বিষয় সাংবাদিক সুলভ আগ্রহ ছিল তাঁর। ভালবাসতেন লিখতে। এছাড়া গান শোনা বা তা নিয়ে চর্চা করার আগ্রহও তাঁর  ছিল। পাশাপাশি ইতিহাস থেকে শুরু করে চারুকলাতেও ছিলেন সমান আগ্রহী। শুধু কলম নয় ক্যামেরার পেছনেও সমান দক্ষতার প্রমাণ রেখে গিয়েছেন প্রদীপ। অফিসের কাজে কখনও ইসলামাবাদ কখনও আবার গ্যাংটকে গিয়েছেন। এরকাধিক  গুরুত্বপূর্ণ খবর  খুঁজে বের করেছেন দেশ- বিদেশের সংবাদ পাঠকের জন্য। চাকরি জীবনের পর ব্লগ লিখতেন নিয়মিত। সেখানেও অনেকেই তাঁর  রচনার সমাদর করতেন।               

.