'Madhya Pradesh Government Crisis' - 11 News Result(s)
- Bengali | Edited by Indrani Halder | Monday March 16, 2020কায়দা করে ১০ দিনের সময় বের করে নিল মধ্যপ্রদেশের কমল নাথ (Kamal Nath) সরকার, এমনটাই অভিযোগ করছে বিজেপি। সোমবারই রাজ্যপাল লালজি ট্যান্ডনের মিনিট খানেকের নাটকীয় ভাষণের পরে বিধানসভা অধিবেশন করোনা সংক্রমণ এড়াতে আগামী ২৬ মার্চ পর্যন্ত স্থগিত করার ঘোষণা হয়। এর ফলে মধ্য প্রদেশের কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার (Madhya Pradesh crisis) আস্থা ভোটের প্রস্তুতিতে অতিরিক্ত ১০ দিনের সময় পেল। রাজ্যপাল বিধানসভা অধিবেশনে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস সরকারকে "সংবিধান মেনে চলার" জন্যে অনুরোধ করেন, তখনই বিধানসভায় জোর স্লোগান ওঠে আগে আপনি "বিধানসভাকে সম্মান করুন"। এরপরেই তিনি অধিবেশন থেকে বেরিয়ে যান।
www.ndtv.com/bengali
- Bengali | Reported by Anurag Dwary, Edited by Deepshikha Ghosh | Friday March 13, 2020সে রাজ্যের বিধানসভায় মোট সদস্য সংখ্যা ২৩০ জন হলেও, এক বিধায়ক সাসপেন্ড ও দুই বিধায়কের আসন শূন্য। ফলে ২২৭ জন বিধায়ক সম্বলিত মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ১১৪-র চেয়ে বেশি, ১২০ জন বিধায়কের সমর্থন আছে কমল নাথ সরকারের। কিন্তু বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের পদত্যাগ গৃহীত হলেই টলমল হয়ে পড়বে কংগ্রেস সরকার।
www.ndtv.com/bengali
- Bengali | Written by Anurag Dwary, Biswadip Dey | Thursday March 12, 2020নানা ভাবে জানা যাচ্ছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দলের দূরত্ব ক্রমেই বাড়ছিল। কিন্তু কমল নাথ সরকার সেভাবে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এও জানা গিয়েছে, সিন্ধিয়া অনেক চেষ্টা করা সত্ত্বেও গত কয়েক মাসে রাহুল গান্ধির সঙ্গে তাঁর দেখা হয়নি।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Thursday March 12, 2020সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরমধ্যেই কি দলের চাণক্য অমিত শাহের চোখের মণি হয়ে উঠলেন তিনি? যেভাবে বৃহস্পতিবার ঘটা করে ওই তরুণ রাজনীতিকের (Jyotiraditya Scindia) সঙ্গে নিজের ছবি টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah), তাতে অনেকেই এমন প্রশ্ন তুলছেন। শুধু অমিত শাহই নন, তাঁদের দুজনের তোলা ওইরকমই আরেকটি ছবি পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। অমিত শাহ জানান যে, জ্যোতিরাদিত্যের মতো এমন একজন পরিশ্রমী ও অভিজ্ঞ নেতা তাঁদের দলে আসায় এবার মধ্যপ্রদেশের মানুষের হিতার্থে আরও ভাল করে কাজ করতে পারবে ভারতীয় জনতা পার্টি (BJP)।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Thursday March 12, 2020জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মধ্যপ্রদেশ কংগ্রেসের একসময়ের অন্যতম স্তম্ভ, যিনি হাতের দল থেকে পদ্ম শিবিরে যাওয়ায় একরকম টালামাটাল পরিস্থিতি তৈরি হয়েছে কমল নাথ সরকারের অন্দরে। কারণ কংগ্রেসের প্রাক্তন ওই জনপ্রিয় নেতার দল থেকে ইস্তফা দেওয়ার সময় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন আরও ২১ জন। আপাতত এই বিধায়করা গেরুয়া দলে নাম না লেখালেও যে কোনও মুহূর্তে এমন কিছু ঘটতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদানের পরেই কংগ্রেস জানিয়েছিল যে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বিধায়করা যাচ্ছেন না গেরুয়া দলে। কিন্তু তাঁদের সেই দাবির মুখে চুনকালি লেপে দিয়ে বিদ্রোহী বিধায়কদের বার্তা "মহারাজের সঙ্গেই আছি", আর এতেই চরম অস্বস্তিতে মধ্যপ্রদেশ কংগ্রেস।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday March 11, 2020কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) । দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন তাঁর বাবাও। ১৫ মাস আগে মধ্যপ্রদেশে (Madhyapradesh) ক্ষমতায় এসেছে কংগ্রেস, তারমধ্যেই ২১ জন বিধায়ক নিয়ে তাঁর দলত্যাগ কংগ্রেসকে বিপদে ফেলে দিল। দুপুর ১২.৩০টা নাগাদ বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল জ্যোতিরাদিত্যের, তবে সূত্রের খবর, “রাহু কাল” এড়াতে তা পিছিয়ে দুপুর ২টো করা হয়। তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে, এবং খুব শীঘ্রই তা জানাতে পারে বিজেপি, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও সামিল করা হতে পারে তাঁকে। মঙ্গলবার, দেশজুড়ে হোলির দিনেই, অমিত শাহের বাড়িতে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে যান তাঁরা। বৈঠকের কিছুক্ষণ পরেই, সানিয়া গান্ধিকে লেখা চিঠি ট্যুইট করেন তিনি, যেখানে “নতুন শুরু”র কথা জানান মধ্যপ্রদেশের এই তরুণ নেতা। আলিঙ্গন করে তাঁকে বিজেপির সদর দফতরে স্বাগত জানান, গত বছর বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জয় পাণ্ডা।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Wednesday March 11, 2020মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী তাঁর সরকার পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘এই নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।’’
www.ndtv.com/bengali
- Bengali | Reported by Anurag Dwary, Edited by Biswadip Dey | Wednesday March 11, 2020মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী তাঁর সরকার পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘এই নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।''
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Wednesday March 11, 2020২১ জন বিধায়ক সহ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগে সঙ্কটের মুখে মধ্যপ্রদেশের কমল নাথ সরকার। একটি সূত্র NDTV-কে জানিয়েছে যে বুধবারই বিজেপিতে যোগ দিতে পারেন ওই দুঁদে রাজনীতিক (Jyotiraditya Scindia)। সম্ভবত তাঁকে বিজেপির টিকিটে রাজ্যসভা মনোনীত প্রার্থী করা হবে। এমনকী একথাও শোনা যাচ্ছে যে, মোদি মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনিতেই সংখ্যাগরিষ্ঠতার জন্যে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা থেকে মাত্র ৪ জন বিধায়ক বেশি নিয়ে মধ্যপ্রদেশে সরকার গড়েছিল কংগ্রেস। এবার জ্যোতিরাদিত্য অনুগামী বিধায়কদের ইস্তফা গৃহীত হলে সেই সংখ্যাগরিষ্ঠতাও হারাবে তাঁরা, ফলে পড়ে যাবে কমল নাথ সরকার (Madhya Pradesh Government Crisis)। এই সময় তাই বিধায়ক সংখ্যা একটা বড় ফ্যাক্টর দুই দলের কাছেই। সেই জন্যেই (Madhya Pradesh Crisis) বিজেপি এবং কংগ্রেস দলীয় বিধায়কদের আগলে রাখার জন্যে ইতিমধ্যেই মধ্যপ্রদেশের বাইরে নিয়ে গেছে বলে খবর। জানা গেছে, বিজেপি তাঁদের বিধায়কদের গুরগাঁওয়ের একটি পাঁচতারা রিসর্টে এনে রেখেছে, অন্যদিকে কংগ্রেস তাঁদের বিধায়কদের নিয়ে যাচ্ছে রাজস্থানের জয়পুরে।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Renaissance Chakraborty | Tuesday March 10, 2020বাবার ৭৫ তম মৃত্যুবার্ষিকীর দিন এই নাটকীয় পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করার পরে কংগ্রেস ত্যাগ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya Scindia)। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বিজেপিতে যোগদান করবেন তিনি। এবং দলের পক্ষ থেকে তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করা হবে।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Tuesday March 10, 2020দ্বিচারিতার অভিযোগে কংগ্রেসকে বিঁধলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর কটাক্ষ, " কয়েকজন কংগ্রেস নেতার কাছে সিন্ধিয়াজি যখন কংগ্রেসে ছিলেন, তখন তিনি মহারাজা। আর এখন মাফিয়া? এটাই ওদের দ্বিচারিতা।"
www.ndtv.com/bengali
'Madhya Pradesh Government Crisis' - 11 News Result(s)
- Bengali | Edited by Indrani Halder | Monday March 16, 2020কায়দা করে ১০ দিনের সময় বের করে নিল মধ্যপ্রদেশের কমল নাথ (Kamal Nath) সরকার, এমনটাই অভিযোগ করছে বিজেপি। সোমবারই রাজ্যপাল লালজি ট্যান্ডনের মিনিট খানেকের নাটকীয় ভাষণের পরে বিধানসভা অধিবেশন করোনা সংক্রমণ এড়াতে আগামী ২৬ মার্চ পর্যন্ত স্থগিত করার ঘোষণা হয়। এর ফলে মধ্য প্রদেশের কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার (Madhya Pradesh crisis) আস্থা ভোটের প্রস্তুতিতে অতিরিক্ত ১০ দিনের সময় পেল। রাজ্যপাল বিধানসভা অধিবেশনে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস সরকারকে "সংবিধান মেনে চলার" জন্যে অনুরোধ করেন, তখনই বিধানসভায় জোর স্লোগান ওঠে আগে আপনি "বিধানসভাকে সম্মান করুন"। এরপরেই তিনি অধিবেশন থেকে বেরিয়ে যান।
www.ndtv.com/bengali
- Bengali | Reported by Anurag Dwary, Edited by Deepshikha Ghosh | Friday March 13, 2020সে রাজ্যের বিধানসভায় মোট সদস্য সংখ্যা ২৩০ জন হলেও, এক বিধায়ক সাসপেন্ড ও দুই বিধায়কের আসন শূন্য। ফলে ২২৭ জন বিধায়ক সম্বলিত মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ১১৪-র চেয়ে বেশি, ১২০ জন বিধায়কের সমর্থন আছে কমল নাথ সরকারের। কিন্তু বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের পদত্যাগ গৃহীত হলেই টলমল হয়ে পড়বে কংগ্রেস সরকার।
www.ndtv.com/bengali
- Bengali | Written by Anurag Dwary, Biswadip Dey | Thursday March 12, 2020নানা ভাবে জানা যাচ্ছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দলের দূরত্ব ক্রমেই বাড়ছিল। কিন্তু কমল নাথ সরকার সেভাবে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এও জানা গিয়েছে, সিন্ধিয়া অনেক চেষ্টা করা সত্ত্বেও গত কয়েক মাসে রাহুল গান্ধির সঙ্গে তাঁর দেখা হয়নি।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Thursday March 12, 2020সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরমধ্যেই কি দলের চাণক্য অমিত শাহের চোখের মণি হয়ে উঠলেন তিনি? যেভাবে বৃহস্পতিবার ঘটা করে ওই তরুণ রাজনীতিকের (Jyotiraditya Scindia) সঙ্গে নিজের ছবি টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah), তাতে অনেকেই এমন প্রশ্ন তুলছেন। শুধু অমিত শাহই নন, তাঁদের দুজনের তোলা ওইরকমই আরেকটি ছবি পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। অমিত শাহ জানান যে, জ্যোতিরাদিত্যের মতো এমন একজন পরিশ্রমী ও অভিজ্ঞ নেতা তাঁদের দলে আসায় এবার মধ্যপ্রদেশের মানুষের হিতার্থে আরও ভাল করে কাজ করতে পারবে ভারতীয় জনতা পার্টি (BJP)।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Thursday March 12, 2020জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মধ্যপ্রদেশ কংগ্রেসের একসময়ের অন্যতম স্তম্ভ, যিনি হাতের দল থেকে পদ্ম শিবিরে যাওয়ায় একরকম টালামাটাল পরিস্থিতি তৈরি হয়েছে কমল নাথ সরকারের অন্দরে। কারণ কংগ্রেসের প্রাক্তন ওই জনপ্রিয় নেতার দল থেকে ইস্তফা দেওয়ার সময় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন আরও ২১ জন। আপাতত এই বিধায়করা গেরুয়া দলে নাম না লেখালেও যে কোনও মুহূর্তে এমন কিছু ঘটতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদানের পরেই কংগ্রেস জানিয়েছিল যে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বিধায়করা যাচ্ছেন না গেরুয়া দলে। কিন্তু তাঁদের সেই দাবির মুখে চুনকালি লেপে দিয়ে বিদ্রোহী বিধায়কদের বার্তা "মহারাজের সঙ্গেই আছি", আর এতেই চরম অস্বস্তিতে মধ্যপ্রদেশ কংগ্রেস।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday March 11, 2020কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) । দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন তাঁর বাবাও। ১৫ মাস আগে মধ্যপ্রদেশে (Madhyapradesh) ক্ষমতায় এসেছে কংগ্রেস, তারমধ্যেই ২১ জন বিধায়ক নিয়ে তাঁর দলত্যাগ কংগ্রেসকে বিপদে ফেলে দিল। দুপুর ১২.৩০টা নাগাদ বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল জ্যোতিরাদিত্যের, তবে সূত্রের খবর, “রাহু কাল” এড়াতে তা পিছিয়ে দুপুর ২টো করা হয়। তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে, এবং খুব শীঘ্রই তা জানাতে পারে বিজেপি, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও সামিল করা হতে পারে তাঁকে। মঙ্গলবার, দেশজুড়ে হোলির দিনেই, অমিত শাহের বাড়িতে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে যান তাঁরা। বৈঠকের কিছুক্ষণ পরেই, সানিয়া গান্ধিকে লেখা চিঠি ট্যুইট করেন তিনি, যেখানে “নতুন শুরু”র কথা জানান মধ্যপ্রদেশের এই তরুণ নেতা। আলিঙ্গন করে তাঁকে বিজেপির সদর দফতরে স্বাগত জানান, গত বছর বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জয় পাণ্ডা।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Biswadip Dey | Wednesday March 11, 2020মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী তাঁর সরকার পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘এই নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।’’
www.ndtv.com/bengali
- Bengali | Reported by Anurag Dwary, Edited by Biswadip Dey | Wednesday March 11, 2020মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী তাঁর সরকার পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘এই নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।''
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Indrani Halder | Wednesday March 11, 2020২১ জন বিধায়ক সহ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগে সঙ্কটের মুখে মধ্যপ্রদেশের কমল নাথ সরকার। একটি সূত্র NDTV-কে জানিয়েছে যে বুধবারই বিজেপিতে যোগ দিতে পারেন ওই দুঁদে রাজনীতিক (Jyotiraditya Scindia)। সম্ভবত তাঁকে বিজেপির টিকিটে রাজ্যসভা মনোনীত প্রার্থী করা হবে। এমনকী একথাও শোনা যাচ্ছে যে, মোদি মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনিতেই সংখ্যাগরিষ্ঠতার জন্যে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা থেকে মাত্র ৪ জন বিধায়ক বেশি নিয়ে মধ্যপ্রদেশে সরকার গড়েছিল কংগ্রেস। এবার জ্যোতিরাদিত্য অনুগামী বিধায়কদের ইস্তফা গৃহীত হলে সেই সংখ্যাগরিষ্ঠতাও হারাবে তাঁরা, ফলে পড়ে যাবে কমল নাথ সরকার (Madhya Pradesh Government Crisis)। এই সময় তাই বিধায়ক সংখ্যা একটা বড় ফ্যাক্টর দুই দলের কাছেই। সেই জন্যেই (Madhya Pradesh Crisis) বিজেপি এবং কংগ্রেস দলীয় বিধায়কদের আগলে রাখার জন্যে ইতিমধ্যেই মধ্যপ্রদেশের বাইরে নিয়ে গেছে বলে খবর। জানা গেছে, বিজেপি তাঁদের বিধায়কদের গুরগাঁওয়ের একটি পাঁচতারা রিসর্টে এনে রেখেছে, অন্যদিকে কংগ্রেস তাঁদের বিধায়কদের নিয়ে যাচ্ছে রাজস্থানের জয়পুরে।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Renaissance Chakraborty | Tuesday March 10, 2020বাবার ৭৫ তম মৃত্যুবার্ষিকীর দিন এই নাটকীয় পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করার পরে কংগ্রেস ত্যাগ করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya Scindia)। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বিজেপিতে যোগদান করবেন তিনি। এবং দলের পক্ষ থেকে তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করা হবে।
www.ndtv.com/bengali
- Bengali | Edited by Joydeep Sen | Tuesday March 10, 2020দ্বিচারিতার অভিযোগে কংগ্রেসকে বিঁধলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর কটাক্ষ, " কয়েকজন কংগ্রেস নেতার কাছে সিন্ধিয়াজি যখন কংগ্রেসে ছিলেন, তখন তিনি মহারাজা। আর এখন মাফিয়া? এটাই ওদের দ্বিচারিতা।"
www.ndtv.com/bengali