Bengali | Edited by Biren Bhattacharya | Monday August 5, 2019
সোমবার, জম্মু কাশ্মীরে (Kashmir) আর্টিক্যাল ৩৭০ (Article 370) অবলুপ্তি ঘটানোর কথা, সংসদে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার আগে, নথি হাতে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর(Amit Shah) করজোড়ে তোলা ছবি দৃষ্টি আকর্ষণ করেছে সবার। ছবিটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। সেই ছবির মধ্য দিয়েই, জম্মু কাশ্মীরের সিদ্ধান্তের (Article 370) ক্ষেত্রে সরকারের পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়া প্রকাশ পেয়েছে।
www.ndtv.com/bengali