This Article is From Nov 26, 2018

ওয়ান এবং টু-এর পড়ুয়াদের হোমওয়ার্ক দিতে পারবে না স্কুল, জানিয়ে দিল শিক্ষামন্ত্রক

শিশুদের ওপর ক্রমশ বাড়তে থাকা পড়ার চাপ এবং অসম্ভব ভারি ব্যাগের ওজন কমানোর লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মানবকল্যাণ উন্নয়ন মন্ত্রক।

ওয়ান এবং টু-এর পড়ুয়াদের হোমওয়ার্ক দিতে পারবে না স্কুল, জানিয়ে দিল শিক্ষামন্ত্রক

ওয়ান এবং টু-এর পড়ুয়াদের ব্যাগের ওজন দেড় কেজির বেশি হতে পারবে না।

নিউ দিল্লি:

শিশুদের ওপর ক্রমশ বাড়তে থাকা পড়ার চাপ এবং অসম্ভব ভারি ব্যাগের ওজন কমানোর লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মানবকল্যাণ উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে থাকা দেশের সমস্ত স্কুলের কাছে এই বিষয়ে একটি নির্দেশিকা পাঠাল কেন্দ্র৷ যে নির্দেশিকাতে বলা আছে, স্কুলগুলি ক্লাস ওয়ান এবং ক্লাস টু'য়ের পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দিতে পারবে না৷ এছাড়া, ক্লাস ওয়ান এবং টু'তে ভাষাশিক্ষা এবং অঙ্ক ছাড়া আর কোনও বিষয় পড়ানো যাবে না বলেও জানাল মানবকল্যাণ উন্নয়ন মন্ত্রক৷


ব্লগঃ জঙ্গলমহলের বাপ ও রতনমোহন শর্মার বন্দিশ

ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ভাষা, অঙ্ক এবং পরিবেশবিদ্যা ছাড়া আর কোনও বিষয় পড়ানো হবে না বলেও জানানো হল। 


পড়ুন ব্লগঃ এক গাঙ্গেয় সন্ধ্যার বিষণ্ণ রূপকথা

স্কুলগুলি পড়ুয়াদের ওপর অতিরিক্ত বই বা যন্ত্রাংশ নিয়ে আসার ব্যাপারেও আর জোর খাটাতে পারবে না। 


ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা

মন্ত্রক থেকে ঠিক করে দেওয়া হল ব্যাগের ওজনও। ক্লাস ওয়ান এবং টু'য়ের পড়ুয়ার ব্যাগের ওজন ১.৫ কেজির বেশি হবে না। ক্লাস থ্রি থেকে ফাইভের পড়ুয়াদের জন্য ব্যাগের ওজন সীমাবদ্ধ রাখতে হবে ২ থেকে ৩ কেজির মধ্যে। ক্লাস সিক্স আর ক্লাস সেভেনে চার কেজি। ক্লাস এইট ও ক্লাস নাইনে সাড়ে চার কেজি এবং ক্লাস টেনে ব্যাগের ওজন সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ কেজির মধ্যে।

.