This Article is From Aug 27, 2019

সংস্কৃত সবচেয়ে ব্যবহৃত এবং বিজ্ঞানসম্মত ভাষা, বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank) বলেন, সংস্কৃত সবচেয়ে ব্যবহৃত, বিজ্ঞানসম্মত এবং কম্পিউটারে গ্রহণযোগ্য ভাষা

সংস্কৃত সবচেয়ে ব্যবহৃত এবং বিজ্ঞানসম্মত ভাষা, বললেন কেন্দ্রীয়  শিক্ষামন্ত্রী

খড়গপুর আইআইটির ৬৫তম কনভেনশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী।

খড়গপুর:

সংস্কৃত ভাষার  (Sanskrit) স্তুতি করে তাকে সবচেয়ে বেশী বিজ্ঞানসম্মত ভাষা বলে দাবি করে তাকে “বিশ্বের প্রথম ভাষা” বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। খড়গপুর আইআইটির ৬৫তম কনভেনশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী। সেখানেই তিনি বলেন, যুগ যুগ ধরে জ্ঞান ও বিজ্ঞানের বহু নেতা রয়েছে ভারতের। কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, ভারতের আবিষ্কার যোগা ও আয়ুর্বেদের মধ্যে রয়েছে “বিজ্ঞানের অবদান”। তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক  বলেন, সংস্কৃত সবচেয়ে বেশী ব্যবহৃত, বিজ্ঞানসম্মত এবং কম্পিউটারে গ্রহণযোগ্য ভাষা।

কেন্দ্রীয়মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেন, “বিশ্বের প্রথম ভাষা সংস্কৃত”। দেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে বলে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী গঙ্গা নদীকে “আমাদের জীবন এবং মা” বলে বর্ণনা করেন, এবং বলেন, ভারতের বুদ্ধিমত্তার সঙ্গে রয়েছে প্রযুক্তি ও জ্ঞান।

তিনি হিমালয় পর্বতকে নীলকন্ঠ বলে তুলনা করেন, বলেন, সমস্ত দুষিত পদার্থ শোষণ করে নিচ্ছে এবং “উন্নত দেশের দূষণ থেকে আমাদের রক্ষা করছে”।

অর্থনৈতিক বৃদ্ধিতে বিশ্বের মধ্যে ভারত শীর্ষে বলে দাবি করেন কেন্দ্রীয়মন্ত্রী এবং বলেন, “চিনকে পিছনে ফেলে অর্থনীতিতে সবচেয়ে দ্রুত এগিয়ে চলেছে ভারত”।

তিনি বলেন, “প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে, আমেরিকাকে পিছনে ফেলে এক নম্বরে ভারত”।

ডিগ্রি কলেজ এবং বিশ্ববিদ্যায়গুলির তালিকার ওপরে তুলতে, শিক্ষার মান উন্নত করার পদক্ষেপ করবে সরকার। ৪২ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে, এই সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশী।

তাঁর কথায়, “তালিকার ওপরে ওঠার সঙ্গে সঙ্গে ৩.২৭ কোটি পড়ুয়া উপকৃত হবেন”।

কেন্দ্রীয়মন্ত্রী বলেন, দেশজুড়ে ২ লক্ষ পড়ুয়ার সুবিধার্থে ৩৩ বছর পর নতুন শিক্ষানীতি চালু করা হচ্ছে।

“অপারেশনাল ডিজিটাল বোর্ড”-এর অংশ হিসেবে ১২ লক্ষ স্মার্ট ক্লাস চালু করা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী।

তিনি বলেন, পাঠক্রমের অংশ হিসেবে, নিজের জন্মদিনে পড়ুয়াদের বৃক্ষরোপণ করতে বলা হবে। সম্প্রতি ইউক্রেনে গিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী। তাঁর কথায়, “আমি খোঁজ নিই সেখানে কতজন ভারতীয় রয়েছেন, আমায় বলা হয়, মেডিক্যাল কলেজে ১৫,০০০ পড়ুয়া রয়েছেন, এবং শিক্ষকদের ৮০ শতাংশই ভারতীয়”।

কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, “সুতরাং বেশীরভাগ পড়ুয়া এবং শিক্ষকই ভারতীয়। সুতরাং আমাদের এর পরিবর্তন করতে হবে, শুধুমাত্র কথায় নয়, সমাধান করে। আমাদের প্রধানমন্ত্রী সেরকমই বলেন”।

.