This Article is From Nov 17, 2019

রাজ্যসভায় বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা, রবিবার এনডিএ-র বৈঠকেও থাকছে না, জানালেন সঞ্জয় রাউত

শরদ পাওয়ার দাবি করেছেন, শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মহারাষ্ট্রে সরকার গড়বে। সোমবার রাজ্যপা‌লের কাছে সরকার গড়ার আবেদন জানাতে পারে তিন দল।

সঞ্জয় রাউত বলেন, ‘‘আগের এনডিএ আর এখনকার এনডিএ-র মধ্যে অনেক তফাৎ রয়েছে।’’

হাইলাইটস

  • ১৭ নভেম্বর এনডিএ-র সদস্যদের বৈঠকে থাকছে না শিবসেনা
  • সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
  • রাজ্যসভায় বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা
মুম্বই:

মহারাষ্ট্রে (Maharashtra) সরকার গড়াকে কেন্দ্র করে দেশের অন্যতম পুরনো জোটকে বিভক্ত করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যসভায় সম্ভবত বিরোধী আসনে বসতে হবে শিবসেনাকে (Shiv Sena)। দলের মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) একথা জানিয়েছেন। শিবসেনার তিনজন সাংসদের অন্যতম সঞ্জয় জানিয়েছেন, ‘‘আমরা জানতে পেরেছি শিবসেনার দু'জন সাংসদের বসার স্থান পরিবর্তিত হয়েছে।'' সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের আগামী অধিবেশন। সঞ্জয় রাউত জানাচ্ছেন, শেবসেনা এনডিএ-র বৈঠকে থাকবে না। তিনি বলেছেন, ‘‘আমি শুনেছি ১৭ নভেম্বর এনডিএ-র সদস্যদের বৈঠক হবে। আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ওই বৈঠকে আমরা থাকব না। তার পরিবর্তে আমরা মহারাষ্ট্রের বিকাশের দিকে নজর দেব... আমাদের মন্ত্রী কেন্দ্রীয় সরকার থেকে পদত্যাগ করছেন।''

প্রসঙ্গত, সোমবার শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ান্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন।

আরতি করে নাথুরাম গডসের ফাঁসির দিন ‘বলিদান দিবস' হিসেবে পালন করল হিন্দু মহাসভা

সঞ্জয় রাউত আরও বলেন, ‘‘আগের এনডিএ আর এখনকার এনডিএ-র মধ্যে অনেক তফাৎ রয়েছে। এখন এনডিএ-র আহ্বায়ক কে? আদবানিজি, যিনি এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন বা আর সক্রিয় নন।''

তবে এখনও বিজেপি ও শিবসেনা জোট ভাঙার কথা ঘোষণা করেনি। এনডিএ ছাড়ার ঘোষণার বিষয়ে সঞ্জয় রাউতের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘সেটা আপনারা বলতেই পারেন। এটা বলায় কোনও সমস্যা নেই।''

"ম্যাচ গড়াপেটার মতো...": বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলল শিবসেনা

সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়া নিয়ে মতানৈক্যের কারণে বিজেপি ও শিবসেনার সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যে প্রায় তিন দশকের জোট ভেঙে গিয়েছে। মেয়াদের অর্ধেক অর্ধেক সময় দুই দলের প্রতিনিধির মুখ্যমন্ত্রী থাকা নিয়েই এই মতানৈক্য। বিজেপি জানিয়েছে, তারা কখনই এমন শর্তে রাজি ছিল না, যেমনটা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে দাবি করছেন।

তারপর থেকেই এনসিপি ও কংগ্রেসের সঙ্গে সরকার গড়া নিয়ে আলোচনা চালাচ্ছে শিবসেনা।

শুক্রবার শরদ পাওয়ার দাবি করেছেন, শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মহারাষ্ট্রে সরকার গড়বে যারা পূর্ণ সময় সরকার চালাবে।

মনে করা হচ্ছে সোমবার রাজ্যপা‌লের কাছে সরকার গড়ার আবেদন জানাতে পারে তিন দল।

.