This Article is From Mar 22, 2019

দিল্লিতে গ্রেফতার পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড ঘনিষ্ঠ জইশ জঙ্গি

পুলিশ জানিয়েছে, দিল্লির লালকেল্লা(Red Fort) এলাকা থেকে গ্রেফতার করা হয় জইশ-ই-মহম্মদ(Jaish-e-Mohammed) জঙ্গি সাজিদ খানকে(Sajjad Khan ।

দিল্লিতে গ্রেফতার পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড ঘনিষ্ঠ জইশ জঙ্গি

দিল্লি থেকে গ্রেফতার করা হয় পুলওয়ামা হামলার(Pulwama Attack) মাস্টারমাইন্ডের ঘনিষ্ঠ অভিযুক্ত সাজিদ খানকে (Sajjad Khan) ।

নিউ দিল্লি:

পুলওয়ামা হামলার(Pulwama terror attack) মাস্টারমাইন্ড, জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি মুদ্দাসির খানকে (Muddasir Khan) বৃহস্পতিবার গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ শাখা (special cell) ।পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে এনআইএ-এর(NIA) ওয়ান্টেড তালিকায় থাকা দিল্লির লালকেল্লায় আত্মগোপন করা সাজিদ খানকে( Sajjad Khan)। সূ্ত্র মারফৎ NDTV জানতে পেরেছে, এই জইশ (Jaish-e-Mohammed) জঙ্গিকে দেশের রাজধানীতে স্লিপার সেল তৈরির দায়িত্ব দিয়েছিল মুদ্দাসির খান(Muddasir Khan) ওরফে “মহম্মদ ভাই”। কাশ্মীরের শাল বিক্রেতা হিসাবে দিল্লিতে থাকত সাজিদ খান। সূত্র মারফৎ আরও জানা গেছে, পুলওয়ামা হামলার(Pulwama attack)পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় বিষয় জানদ সাজিদ খান( Sajjad Khan)।

পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগ, P-5 দেশগুলির সঙ্গে কথা ভারতের: সূত্র

পুলিশের দাবি, পুলওয়ামা হামলার সময় মুদ্দাসির খানের(Muddasir Khan)সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল সাজিদ খান( Sajjad Khan)।১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায়(Pulwama attack) ৪০ জন সিআরপিএফ(CRPF) জওয়ান শহিদ হন।

বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণ,পাকিস্তানের ন্যাশনাল ডে-র অনুষ্ঠান বয়কট ভারতের

তদন্তে জানা যায়, সূত্রের খবর, নামের উল্লেখ না করে শুধুমাত্র নম্বরের সাহায্যে একটি অ্যাপের মাধ্যমে মুদ্দাসির খান এবং পাক জঙ্গি ইয়াসিরের সঙ্গে যোগাযোগ রাখত সাজিদ খান।

11 মার্চ জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় মুদ্দাসির খানের।উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অস্ত্র ও স্বয়ংক্রিয় হাতিয়ার।

.