This Article is From Nov 25, 2019

Class 10 পাশ করলেই রেলে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

RRB: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনি মাধ্যমিক পাশ হলেই আপনার জন্য সরকারি চাকরির সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেলওয়ে

Class 10 পাশ করলেই রেলে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

Sarkari Naukri, RRB: কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না

হাইলাইটস

  • রেলে ৪ হাজারেরও বেশি শূন্যপদ আছে
  • আবেদন নেওয়া চলছে
  • ৪ ডিসেম্বরের মধ্যে ইচ্ছুক প্রার্থী যোগাযোগ করতে পারেন
নয়া দিল্লি:

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনি মাধ্যমিক পাশ হলেই আপনার জন্য সরকারি চাকরির সুযোগ করে দিচ্ছে রেলওয়ে বোর্ড (RRB Recruitment 2019)। এই মুহূর্তে রেলের বিশেষ বিভাগে ৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর। কীভাবে আবেদন করবেন, জানানো হল তার নিয়মকানুন--- 

বিএসসি নার্সিং কোর্সের জন্য আবেদনপত্র চাইছে Indian Army

RRB, Railway কীভাবে আবেদন করবেন

পদের নাম
অ্যাপ্রেন্টিস

মোট পদ
৪১০৩

যোগ্যতা
মাধ্যমিক উত্তীর্ণ

বয়সসীমা
আবেদনকারীর বয়স ৮.১২.১৯-এর মধ্যে ১৫ থেকে ২৪ বছর হতে হবে। তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়ঃসীমা ৫ বছর শিথীল করা হয়েছে। ওবিসি-র জন্য এই শিথীলতা ৩ বছরের। 

প্রার্থী বাছাই পদ্ধতি
মাধ্যমিকে প্রাপ্ত নম্বর দেখে সুযোগ পাবেন প্রার্থী। কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।

আবেদনের জন্য
১০০ টাকা দিতে হবে

কীভাবে আবেদন করবেন
যোগ্য পদপ্রার্থী নীচের লিঙ্কে ক্লিক করুন।
এখানে ক্লিক করুন

অফিসিয়াল নিয়ম জানতে ক্লিক করুন এখানে

.