This Article is From Oct 03, 2018

RRB Group D Exam 2018: আরআরবি গ্রুপ ডি পরীক্ষার আগে প্রার্থীদের সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

RRB Group D Exam 2018: আরআরবি 17 সেপ্টেম্বর 2018 থেকে তাঁদের গ্রুপ ডি পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পরিচালনা করছে। পরীক্ষা ডিসেম্বর মাসে শেষ হবে।

RRB Group D Exam 2018: আরআরবি গ্রুপ ডি পরীক্ষার আগে প্রার্থীদের সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

RRB Group D Exam 2018: প্রার্থীদের সাধারণ কিছু প্রশ্ন

নিউ দিল্লি:

আরআরবি 17 সেপ্টেম্বর 2018 থেকে তাঁদের গ্রুপ ডি পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পরিচালনা করছে। পরীক্ষা ডিসেম্বর মাসে শেষ হবে। আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড পরীক্ষার ঠিক চার দিন আগে পাওয়া যায়। অ্যাডমিট কার্ডের পাশাপাশি প্রার্থীরা মক টেস্টও গ্রহণ করতে পারেন। পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার আগে প্রার্থীরা মক টেস্ট গ্রহণ করলে অনেক সুবিধা পাবেন।

পরীক্ষার আগে আরআরবি গ্রুপ ডি প্রার্থীদের নানা বিষয়ের কিছু প্রশ্ন ও উত্তর-

প্রশ্নঃ আমি আমার আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাচ্ছি না?

উঃ আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটি পরীক্ষার তারিখ এবং পরীক্ষার শহর জানার জন্য যে লিঙ্কটি দেওয়া আছে সেটাই।

প্রশ্নঃ পরীক্ষা কেন্দ্রে আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ডের সাথে কী আনতে হবে?

আপনার অ্যাডমিট কার্ডের পাশাপাশি আপনার একটি আসল সচিত্র পরিচয় প্রমাণ বহন করতে হবে। যে প্রার্থীদের ফটো  আইডেনটিটি থাকবে না তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

প্রশ্নঃ আরআরবি গ্রুপ ডি উত্তরপত্র কবে প্রকাশ করবে?

সমস্ত প্রার্থীদের পরীক্ষা শেষ হলে তবেই উত্তরপত্র প্রকাশ পাবে। সুতরাং ডিসেম্বরের শেষার্ধে উত্তরপত্র আশা করা উচিত।

প্রশ্নঃ আরআরবি গ্রুপ ডি পরীক্ষার রিপোর্টিং সময় কী?

প্রথম শিফটের জন্য রিপোর্টিং সময় সকাল 7:15। দ্বিতীয় শিফটের জন্য রিপোর্টিং সময় সকাল 10:45 এবং তৃতীয় শিফটের জন্য রিপোর্টিং সময় দুপুর 14:15।

প্রঃ আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আমি কি ঘড়ি পরতে পারি?

না। মোবাইল ফোন, পেজার, ঘড়ি, ব্লুটুথ সক্ষম ডিভাইস, ক্যালকুলেটর, ধাতব কোনও পোশাক, চুড়ি, বেল্ট, ব্রেসলেট ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।

চাকরি সংক্রান্ত আরো খবরের জন্য এখানে ক্লিক করুন  Jobs News

.