This Article is From Jan 23, 2019

আবেদন জানাতে “দেরী হয়েছে”, প্রজাতন্ত্রের প্যারেডে নেই সিআইএসএফ

২০১৭-এ শেষবার প্রজাতন্ত্রের প্যারেডে অংশ নিয়েছিল সিআইএসএফ।সেবার প্যারেডে সেরা বাহিনী ছিল তারা।

আবেদন জানাতে “দেরী হয়েছে”, প্রজাতন্ত্রের প্যারেডে নেই সিআইএসএফ

কেন্দ্রীয়মন্ত্রী কিরেণ রিজিজুকে গার্ড অফ অনার সিআইএসএফের (ফাইল ছবি)

হাইলাইটস

  • এবার সুবর্ণ জয়ন্তী (৫০তম বর্ষ) পালন করছে সিআইএসএফ
  • প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এবার নেই তারা
  • ২০১৭ শেষবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিল সিআইএসএফ
নিউ দিল্লি:

এবার ৫০ তম বর্ষ সিআইএসএফের। গোল্ডেন জুবিলিতেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে পারছে না তারা। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের বক্তব্য, কেবলমাত্র তিন আধাসামরিক বাহিনীই প্যারেডে অংশ নিতে পারবে, এই যুক্তিতে সিআইএসএফকে প্যারেডে অনুমতি দেয় নি প্রতিরক্ষামন্ত্রক। প্যারেডে অংশ নেওয়ার আবেদন জানাতে “অনেক দেরী” করে ফেলেছে তারা।

"হাইকোর্টের সাজা বিতর্কিত" বলে গুজরাট দাঙ্গার ৪ অভিযুক্তকে জামিনে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

সিআইএসএফের ডিরেক্টর জেনারেল রাজেশ রঞ্জনের থেকে আবেদন পাওয়ার পরেই প্রতিরক্ষামন্ত্রকের কাছে বিষয়টি তোলেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক। এক আধিকারিকের কথায়, প্রজাতন্ত্র দিবসে পালনে প্রতিরক্ষামন্ত্রক যেহেতু নোডাল মন্ত্রক, “সেই কারণে আমরা তাদের অনুরোধ করেছিলাম, সিআইএসএফকে প্যারেডে অংশ নেওয়ার অনুমতি দিতে, কিন্তু তারা রাজি হয় নি”।

বড় পদ দিয়ে সক্রিয় রাজনীতির ইনিংস শুরু করলেন প্রিয়াঙ্কা

আধিকারিকদের কথায়, উত্তর দিতে এক মাস সময় নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।সিআইএসএফকে প্যারেডে অংশ নেওয়ার সুযোগ করে দিতে অন্য বাহিনীর সঙ্গে কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে কোনও সময় দেওয়া হয়  নি।

 

 

 

 

jbev5q2g

এবার অংশ নিচ্ছে দিল্লি পুলিশ, আসাম রাইফেলস, Rapid Action Force

 

সিআইএসএফের মুখপাত্র হেমেন্দ্র সিং এনডিটিভিকে জানিয়েছেন, “প্যারামিলিটারি এবং অক্সিলিয়ারি ফোর্স একটিই ক্যাটাগরি। পর্যায়ক্রমে এবার আমাদের সুযোগ ছিল।কিন্তু প্রতিরক্ষামন্ত্রক আমাদের অনুমতি দেয় নি”।

প্রতিবছর দিল্লির রাজপথের প্যারেডে অংশগ্রহণ করে তিন পদাতিক বাহিনী। উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিশিষ্ট নানা ব্যক্তিবর্গ সহ প্রায় শতাধিক মানুষ।এবার অংশ নিচ্ছে আসাম রাইফেল, দিল্লি পুলিশ, এবং RAPID ACTION FORCE.

২০১৭ সালে শেষবার প্যারেডে অংশ নেয় এবং সেবার সেরা পারফর্ম করে তারা।

Subhash Chandra Bose: এক লক্ষ টাকার নোটে ছিল নেতাজির ছবি

বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন সরকারি, বেসরকারি জায়গায় সিআইএসএফ বাহিনী মোতায়েন করা হয় অর্থের বিনিময়ে। ফলে তাদের ক্ষেত্রে এমন হওয়ায় বাহিনীর মনোবলে ধাক্কা লেগেছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের কথায়, “এবার প্রতিরক্ষামন্ত্রক ব্যতিক্রমী হতেই পারত।কিন্তু তারা তা করল না। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা তাদের জানিয়ে ছিলাম।কিন্তু তারা এক মাস পর উত্তর দেয়, তখন অনেক দেরী হয়ে গেছে”।

দেশের এই রাজ্যে ১৩টি ওয়েটার পদে চাকরি চেয়ে আবেদন করলেন হাজার হাজার স্নাতক!

এদিকে, সিআইএসএফের দিকে আঙুল তুলেছে প্রতিরক্ষামন্ত্রক। তাদের দাবি, “তাদের সুবর্ণজয়ন্তী সম্পর্কে তারা জানত, তাদের উচিত ছিল সময়মতো কাজ করা”।

প্রতি বছর প্যারেডে অংশ নেয় ১৭ টি পদাতিক বাহিনী।তাদের মধ্যে রয়েছে সেনা, নৌসেনা, বায়ুসেনা,  আধা সামরিক এবং অবসরপ্রাপ্তরা।

.