This Article is From Jun 28, 2018

জিঙ্গাতের পুনর্নির্মাণ পছন্দ হল না দর্শকদের, মিমে ভরে গেল টুইটার

ধড়কের জিঙ্গাত প্রসঙ্গে টুইটার কী বলছে দেখে নিন

জিঙ্গাতের পুনর্নির্মাণ পছন্দ হল না দর্শকদের, মিমে ভরে গেল টুইটার

পুনর্নির্মিত জিঙ্গাত প্রসঙ্গে আপনার কী মতামত?

ধড়কের পুনর্নির্মিত জিঙ্গাত গান নিয়ে আমাদের মনে প্রচুর আশা ছিল। এই গান মুক্তি পায় গত কাল। সাইরাত সিনেমার বিখ্যাত মারাঠি গান করণ জোহরের ধড়ক সিনেমায় হিন্দি লিরিক্স ব্যবহার করে পুনর্নির্মাণ করা হয়েছে। ঈশান খাট্টার এবং জাহ্নবী কাপুরকে মঞ্চ মাতাতে দেখে অনেকেই এই গানের প্রশংসা করলেও, বহু মানুষেরই কিন্তু এই গান পছন্দ হয়নি। জিঙ্গাত টুইটারে কিছু সময়ের মধ্যেই ট্রেন্ড করতে শুরু করে। তাছাড়াও, আসল ভার্সনের সঙ্গে তুলনা করে নতুন ভার্সনের অসংখ্য টুইট, জোক এবং মিমে সোশ্যাল মিডিয়া ভরে যায়।   

ধড়কের জিঙ্গাত নিয়ে তৈরি সেরা কয়েকটা মিম দেখে নিনঃ

বহু নতুন মিমের জন্ম হয়েছে

 

 

পুনর্নির্মিত বনাম আসল

 

 

এর জন্য হেডফোন ব্যবহার করবেন!

 

 

ধড়কের জিঙ্গাত অনেকেরই অপছন্দ হয়েছে।

 

 

আপনার পছন্দের জিঙ্গাত মিম কোনটা?  

 

 

বিখ্যাত মারাঠি সিনেমা সাইরাতের রিমেক ধড়ক। কেন্দ্রীয় চরিত্রে জাহ্নবী কাপুর এবং ঈশান খাট্টার অভিনয় করেছেন। ধড়কের জিঙ্গাতের হিন্দি লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং গেয়েছেন সুরকার জুটি অজয়-অতুল, যারা আসল গানটাও গেয়েছিলেন।

আগামী 20শে জুলাই ধড়ক মুক্তি পেলেও এই প্রথমবার তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তা নয়। এই সিনেমাকে বারবার আসল সিনেমার সমতুল্য না হতে পারার জন্য সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এই মাসের শুরুতে ধড়কের ট্রেলার মুক্তি পাওয়ার পর ধড়ক এবং সাইরাতের মিমে ইন্টারনেট ভরে গিয়েছিল।  

Click for more trending news