This Article is From Aug 09, 2019

দেখুন, বিখ্যাত হয়েই রাতারাতি কেমন বদলে গেছেন রানাঘাটের 'লতাকণ্ঠী' রাণু!

ছিলেন রানাঘাটের স্টেশনবাসী। চেনা দূরঅস্ত, কেউ নজরই করত না তাঁকে ভালো করে। নেট দুনিয়ার জাদুতে আজ তিনি এতটাই বদলে গেছেন যে চেনা দায়।

দেখুন, বিখ্যাত হয়েই রাতারাতি কেমন বদলে গেছেন রানাঘাটের 'লতাকণ্ঠী' রাণু!

রানাঘাটের রাণু মণ্ডল বিখ্যাত লতা মঙ্গেশকরের গান গেয়ে

কলকাতা:

ছিলেন রানাঘাটের স্টেশনবাসী। চেনা দূরঅস্ত, কেউ নজরই করত না তাঁকে ভালো করে। নেট দুনিয়ার জাদুতে আজ তিনি এতটাই বদলে গেছেন যে চেনা দায়। মাথার এলোমেলো রুক্ষ সাদা-কালো চুল রঙিন, পরিপাটি। পরনে সাত ময়লা ছাপার শাড়ির জায়গায় রঙিন সিল্কের শাড়ি। ঠোঁটে লিপস্টিক। লতা মঙ্গেশকরের একটি গানের কয়েক কলি এভাবেই পাল্টে  দিয়েছে রাণাঘাটের রাণু মণ্ডলকে (Ranu Mondal)। দুই মিনিটের একটি ভিডিওতে ১৯৭২ সালের শোর ছবির লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান 'এক প্যায়ার কা নাগমা হ্যায়' (Ek Pyar Ka Nagma Hai) তাঁর গলায় শুনেছেন ৪ লক্ষেরও বেশি মানুষ। সেই গানের জোরেই রাণু আজ ঘরে ঘরে জনপ্রিয়।  

Watch Video: রানাঘাটের স্টেশনে অনবদ্য ‘এক প্যায়ার কা নাগমা'! গান গেয়ে ভাইরাল এই মহিলা

ভিডিওটি রবিবার 'বারপেটা টাউন; দ্য প্লেস অব পিস' (BarpetaTown The place of peace) নামের একটি ফেসবুক পেজ শেয়ার করা হয়েছিল। এনডিটিভির সঙ্গে কথা বলার সময়, ওই পেজের মালিক কৃষ্ণন দাস যুবু (Krishaan Das Zubu) জানান, রানাঘাট রেল স্টেশনে ভিডিওটির শ্যুটিং করা হয়েছিল। তিনি আরও জানান, রানাঘাটেরই এক বাসিন্দা তপন ভিডিওটি শ্যুট করেন এবং তাঁর মোবাইলে পাঠান।

বৃহস্পতিবার NDTV-কে এক সাক্ষাৎকারে কৃষণ দাস যুবু জানিয়েছেন, ভিডিও ভাইরাল হতেই নানা জায়গা, ট্যালেন্ট হান্ট শো থেকে গানের জন্য ডাক পেতে শুরু করেছেন রাণু। তার ফলেই বেশভূষায় এই পারিপাট্য।

দেখুন রাণু কি ছিলেন :

এখন কি হয়েছেনr:

পরিপাটি সাজে রাণুকে দেখে সবাই খুব খুশি। ছবিটি লাইক পেয়েছে হাজারের ওপর। কমেন্টে ভরে গেছে বক্স। 

এক নেটিজেনের কথায়, "বাহ! সেজেগুজে কী সুন্দর দেখতে লাগছে রাণুকে"।  আরেকজনের কথায়, "রাণুর এই বদল দেখে খুবই ভালো লাগছে।" 

তাঁর গলায় 'এক প্যায়ার কা নাগমা হ্যায়' শুনুন:

.