Durga Puja 2019: বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোয় হৃতিক ও রাকেশ রোশন

Durga Puja: বাবা-ছেলে মা দুর্গার আশীর্বাদ নিতে দু’জনে উপস্থিত হলেন বর্ষীয়ান অভিনেতার বাড়ির পুজোয়। জিন্স ও টি-শার্টের উপরে খয়েরি শার্ট পরেছিলেন হৃতিক।

Durga Puja 2019: বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোয় হৃতিক ও রাকেশ রোশন

টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার মুম্বইয়ের জুহুর বাড়িতে হৃতিক ও রাকেশ রোশন।

মহানবমীর দিন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় এলেন বলিউড তারকা হৃতিক রোশন ও তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা-পরিচালক রাকেশ রোশন। টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার মুম্বইয়ের জুহুর বাড়িতে এই পুজো হয়। সম্প্রতি মুক্তি পেয়েছে হৃতিকের ছবি ‘ওয়ার'। বক্স অফিসে ধুন্ধুমার সাড়া ফেলেছে এই ছবি। এরপরই বাবা-ছেলে মা দুর্গার আশীর্বাদ নিতে দু'জনে উপস্থিত হলেন বর্ষীয়ান অভিনেতার বাড়ির পুজোয়। কালো জিন্স ও কালো টি-শার্টের উপরে খয়েরি শার্ট পরেছিলেন হৃতিক। মাথায় টুপি। তাঁর বাবা চেক শার্টের সঙ্গে বাদামি প্যান্ট পরেছিলেন। চোখে ছিল কালো রোদচশমা।

Durga Puja 2019: ঢাকের কাঠি হাতে বোল তুললেন নুসরত জাহান, দেখুন ভিডিও

fo2aenpo

বাবা-ছেলে মা দুর্গার আশীর্বাদ নিতে উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতার বাড়ির পুজোয়। ছবি: এএনআই-এর টুইট।

অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সাদা শার্ট-প্যান্ট ও সাদা কোট। চোখে ছিল রোদচশমা।

Durga Puja 2019: সুদূর টরন্টোর থিম পুজোয় উঠে এল কয়েক টুকরো কলকাতা, দেখুন ছবি

পুজোর মরশুমে মুক্তি পেয়েছে ‘ওয়ার'। প্রথম রেকর্ড ওপেনিং পেয়েছে ছবিটি। সেখানে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।

More News